নয়াদিল্লি, 12 অক্টোবর : একজন পাকিস্তানি নাগরিককে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল (Delhi Police Special Cell) ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দিল্লির লক্ষ্মীনগরের রমেশ পার্ক অঞ্চল থেকে মহম্মদ আশরফ (Mohammad Ashraf) ওরফে আলি (Ali) নামের একজনকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে ৷
দিল্লি পুলিশ স্পেশাল সেলের (Police Special Cell) ডেপুটি কমিশনার (Deputy Commissioner) প্রমোদ সিং কুশওয়াহা (Pramod Singh Kushwaha) জানিয়েছেন, মহম্মদ আশরফ আসলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বাসিন্দা ৷ কিন্তু তার কাছ থেকে ভারতীয় নাগরিকত্বের জাল পরিচয়পত্র পাওয়া গিয়েছে ৷ সে দিল্লিতে ভারতীয় নাগরিক হিসেবে বসবাস করছিল ৷
আরও পড়ুন : Shopian Encounter: শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 লস্কর জঙ্গি
মহম্মদ আশরফের কাছ থেকে একে-47 রাইফেল (AK-47 assault rifle), একটি অতিরিক্ত ম্যাগাজিন, 60 রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, 50 রাউন্ড গুলি-সহ 2টি আধুনিক পিস্তল পাওয়া গিয়েছে ৷ তাকে 'আনলফুল অ্যাকটিভিটিজ (প্রিভেনশন) অ্যাক্ট' বা ইউএপিএ আইনে (Unlawful Activities (Prevention) Act) গ্রেফতার করা হয়েছে ৷ তার বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ আশরফ নেপালের মধ্যে দিয়ে দিল্লিতে ঢুকেছে বলে জানা গিয়েছে ৷
পুলিশ গোপন সূত্রে খবর পায়, উৎসবের মরশুমে রাজধানীতে সন্ত্রাসবাদী হামলা হতে পারে ৷ তাই ইতিমধ্যে দিল্লিজুড়ে কড়া সতর্কবার্তা ও নিরাপত্তা জারি করা হয়েছে ৷ দিল্লি পুলিশ কমিশনার (Delhi Police Commissioner) জেলার সব পুলিশ কর্মী (District Police Personnel), স্পেশাল সেল (Special Cell) এবং অপরাধ দমন শাখাকে (Crime Branch) সচেতন থাকার কথা জানিয়েছে ৷