পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাজমা গ্রহীতা-দাতাদের জন্য ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি দিল্লি পুলিশের - করোনা

প্লাজমা দানকারীদের জন্য ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করল দিল্লি পুলিশ ৷ প্লাজমা প্রয়োজন এমন রোগী এবং দাতাদের মধ্যে যোগাযোগকে আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ ‘জীবন রক্ষা’ নামে গুগলে একটি অনলাইন ফর্ম দেওয়া হয়েছে ৷ প্লাজমা দানকারীর নাম নথিভুক্ত করতে সেই ফর্ম ফিলআপ করতে হবে ৷

delhi-police-sets-up-digital-data-bank-for-plasma-donors and seekers
প্লাজমা গ্রহীতা এবং দাতাদের জন্য ডিজিটাল তথ্য ভান্ডার তৈরি করল দিল্লি পুলিশ

By

Published : Apr 25, 2021, 1:16 PM IST

নয়াদিল্লি, 25 এপ্রিল : করোনার ধ্বংসাত্বক দ্বিতীয় ঢেউকে মাথায় রেখে এবার প্লাজমা দানকারীদের জন্য ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করল দিল্লি পুলিশ ৷ প্লাজমা প্রয়োজন এমন রোগী এবং দাতাদের মধ্যে যোগাযোগকে আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সরকারের তরফে অনুমোদন পাওয়ার পরেই এ নিয়ে উদ্যোগী হয়েছে দিল্লি পুলিশ ৷ ‘জীবন রক্ষা’ নামে গুগলে একটি অনলাইন ফর্ম দেওয়া হয়েছে ৷ প্লাজমা দানকারীর নাম নথিভুক্ত করতে সেই ফর্ম ফিলআপ করতে হবে ৷

আর যাদের প্লাজমা প্রয়োজন ৷ তাঁরা দিল্লি পুলিশের ওয়েব সাইটে দেওয়া নির্ধারিত লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন ৷ দিল্লি পুলিশের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, যাঁরা প্লাজমা দান করবেন, তাঁদের নাম, বয়স, লিঙ্গ, বিবাহিত বা বিবাহিত নন, কো-মর্বিডিটিস, যোগাযোগ, লোকেশন, ব্লাড গ্রুপ, করোনা থেকে সুস্থ হওয়ার তারিখ এবং প্লাজমাদাতার সম্মতিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল সম্পর্কে তথ্য প্রদান করতে হবে ৷

আরও পড়ুন : দিল্লিতে আরও এক সপ্তাহ লকডাউন, ঘোষণা কেজরিওয়ালের

আর যাঁদের প্লাজমা প্রয়োজন তাঁদের ক্ষেত্রে, রোগীর নাম, বয়স, লিঙ্গ, রোগীর মোবাইল নম্বর, যিনি যত্ন নিচ্ছেন তাঁর নাম, হাসপাতালের নাম, রোগীর হাসপাতালের পরিচয়পত্র, হাসপাতালের লোকেশন, ব্লাড গ্রুপ এবং চিকিৎসকের প্রেসক্রিপশনের তথ্য নির্ধারিত ফর্মে জানাতে হবে ৷ এই সব তথ্য একটি জায়গাতেই দিল্লি পুলিশ নিয়ন্ত্রণ করবে ৷ আর কোন রোগীর প্লাজমা আবশ্যক এবং সেই অনুযায়ী প্লাজমা দাতা খুঁজে বের করার কাজ করতে, একটি নির্দিষ্ট দল তৈরি করা হয়েছে ৷ তাঁরাই রোগী ও প্লাজমা দাতার মধ্যে তথ্য আদান প্রদান করবেন ৷

ABOUT THE AUTHOR

...view details