নয়াদিল্লি, 25 এপ্রিল : করোনার ধ্বংসাত্বক দ্বিতীয় ঢেউকে মাথায় রেখে এবার প্লাজমা দানকারীদের জন্য ডিজিটাল তথ্য ভাণ্ডার তৈরি করল দিল্লি পুলিশ ৷ প্লাজমা প্রয়োজন এমন রোগী এবং দাতাদের মধ্যে যোগাযোগকে আরও সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷ সরকারের তরফে অনুমোদন পাওয়ার পরেই এ নিয়ে উদ্যোগী হয়েছে দিল্লি পুলিশ ৷ ‘জীবন রক্ষা’ নামে গুগলে একটি অনলাইন ফর্ম দেওয়া হয়েছে ৷ প্লাজমা দানকারীর নাম নথিভুক্ত করতে সেই ফর্ম ফিলআপ করতে হবে ৷
আর যাদের প্লাজমা প্রয়োজন ৷ তাঁরা দিল্লি পুলিশের ওয়েব সাইটে দেওয়া নির্ধারিত লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন ৷ দিল্লি পুলিশের তরফে দেওয়া বিবৃতি অনুযায়ী, যাঁরা প্লাজমা দান করবেন, তাঁদের নাম, বয়স, লিঙ্গ, বিবাহিত বা বিবাহিত নন, কো-মর্বিডিটিস, যোগাযোগ, লোকেশন, ব্লাড গ্রুপ, করোনা থেকে সুস্থ হওয়ার তারিখ এবং প্লাজমাদাতার সম্মতিতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডল সম্পর্কে তথ্য প্রদান করতে হবে ৷