নয়াদিল্লি, 14 জানুয়ারি: করাতের মতো ধারালো কোনও কিছু দিয়ে শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) মৃতদেহের 35 টুকরো করা হয়েছিল ৷ শ্রদ্ধার হাড়ের অটোপসি রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ ৷ শ্রদ্ধাকে খুনের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছে তাঁর লিভ-ইন পার্টনার আফতাব আমিন পুনাওয়ালা (Aaftab Amin Poonawalla) ৷ সেই শ্রদ্ধার দেহ 35 টুকরো করেছিল বলে অভিযোগ ৷
গত 4 জানুয়ারি দিল্লি পুলিশ (Delhi Police) দক্ষিণ দিল্লির মেহরাউলির একটি বনাঞ্চল থেকে কিছু চুল ও হাড় উদ্ধার করে ৷ ডিএনএ রিপোর্টে সেই চুল ও হাড় শ্রদ্ধারই বলে প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে ৷ এবার জানা গেল ঠিক কী ধরনের অস্ত্র ব্য়বহার করা হয়েছিল, শ্রদ্ধার মৃতদেহ কাটার জন্য ৷
দিল্লি পুলিশ জানিয়েছে, মেহরাউলির বনাঞ্চলে পাওয়া নমুনাগুলির একটি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট হায়দরাবাদের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং ডায়াগনস্টিক কেন্দ্রে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । তাছাড়া দিল্লি এইএমসের চিকিৎসকরা পরীক্ষার পর জানিয়েছেন যে খুবই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে শ্রদ্ধার দেহ টুকরো করার জন্য, যা অনেকটা করাতের মতো ৷