নয়া দিল্লি, 9 অগস্ট : যন্তর-মন্তরে এক নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে মানহানিকর স্লোগান দেওয়ার ঘটনায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এবার মামলা দায়ের করল দিল্লি পুলিশ ৷ গতকাল যন্তর-মন্তরে একটি ব়্যালির আয়োজন করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ৷ ব্রিটিশ আমলের কয়েকটি আইন বাতিলের দাবিতে এই ব়্যালির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ বিক্ষোভ চলাকালীন আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচই শুরু হয় ৷ পুলিশি হস্তক্ষেপের দাবি তোলেন নেটাগরিকরা ৷ এরপরই আজ বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ ৷
ব্রিটিশ আমলের কয়েকটি আইন বাতিলের দাবিতে গতকাল যন্তর-মন্তরে একটি ব়্যালির আয়োজন করা হয় ৷ নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ৷ অনেকে এই বিক্ষোভে সামিল হয়েছিলেন ৷ সেইসময়, এক নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিতে শোনা যায় বিক্ষোভকারীদের ৷ ওই বিক্ষোভের ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় ৷ তারপরই হইচই শুরু হয়ে যায় ৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠতে থাকে ৷ এরপর আজ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করে দিল্লি পুলিশ ৷