নয়াদিল্লি, 3 অক্টোবর: নিউজক্লিক সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনে তল্লাশি চালাল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ চিনা তহবিল নিয়ে ভারত বিরোধী প্রচার চালানোর অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে ৷ নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেই বিষয়টি প্রকাশ্যে আসে ৷
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, নিউজক্লিক সংক্রান্ত মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে একজন ইয়েচুরির বাসভবনে রয়েছেন, এই খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয় । দিল্লি পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, 30টিরও বেশি স্থানে অভিযান চলছে । এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ৷
এদিকে, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া এই তল্লাশি অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে । এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে তাদের তরফে ৷ সেখানে বলা হয়েছে, "নিউজক্লিকের সঙ্গে যুক্ত সাংবাদিক ও লেখকদের বাড়িতে একাধিক অভিযান চালানোর জন্য প্রেস ক্লাব অফ ইন্ডিয়া গভীরভাবে উদ্বিগ্ন । আমরা ঘটনাগুলি পর্যবেক্ষণ করছি এবং এই নিয়ে একটি বিশদ বিবৃতি প্রকাশ করব ।"
এর আগে দিল্লি হাইকোর্ট 2021 সালের 7 জুলাই একটি আদেশে জানিয়েছিল যে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা নিউজ পোর্টাল নিউজক্লিক-এর প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থের বিরুদ্ধে কোনও কড়া ব্যবস্থা নিতে পারবে না ৷ তবে তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ সেই নির্দেশ খারিজের আবেদন নিয়ে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা ৷ সেই আবেদনের ভিত্তিতেই গত 22 অগস্ট প্রবীর পুরকায়স্থকে নোটিশ দেয় আদালতের বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ৷