নয়াদিল্লি, 18 অগস্ট: আগামী মাসে নয়াদিল্লিতে বসতে চলেছে জি20 গোষ্ঠীভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন ৷ আগামী 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত থাকবেন 18টি দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ সেই কারণে রাজধানীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হচ্ছে ৷ দিল্লি পুলিশকে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, যাতে তারা শীর্ষ সম্মেলনে উপস্থিত ভিভিআইপি-দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন ৷ সেই কারণে দিল্লি পুলিশে এখন রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷
জি20 শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে নয়াদিল্লির প্রগতি ময়দানে ইন্টারন্যাশনাল এক্সজিবিশন কাম কনভেনশন সেন্টারে ৷ এই কনভেনশন সেন্টার সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ৷ সেখানে সম্মেলনের সময় হাজির হবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ৷ পাশাপাশি থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ আধিকারিকরা ৷ সম্মেলনে অতিথিদের স্বাগত জানানোর পরিকল্পনা ভারত সরকারের তরফে ইতিমধ্য়ে শুরু হয়েছে ৷
একই সঙ্গে নিরাপত্তার দিকটিও কঠোর করার কাজও চলছে ৷ সেই কারণেই দিল্লি পুলিশকে গত কয়েকমাস ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ দিল্লি পুলিশের নাইন্টিন ‘মার্কসওমেন’, স্পেশাল ওয়েপন অ্যান্ড ট্যাকটিক্স বা সোয়াট ইউনিটের মহিলা কমান্ডোদের চার সপ্তাহ ধরে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৷ সেখানেই রাসায়নিক ও জৈব অস্ত্র মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়া হয় দিল্লি পুলিশের এই কর্মচারীদের ৷
আরও পড়ুন:জি-20 সম্মেলন ঘিরে সেজে উঠেছে শ্রীনগর, পাক অধিকৃত কাশ্মীর সফরে বিলাওয়াল ভুট্টো
এই প্রশিক্ষণ দিয়েছে আইটিবিপি ৷ কেরালা ও মধ্যপ্রদেশে তাদের যে প্রশিক্ষণ দেওয়ার জায়গা রয়েছে, সেখানেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ৷ প্রশিক্ষণ ছাড়াও পুলিশ আধিকারিকদের জন্য বিশেষ অস্ত্র, গুলি, বুলেটপ্রুফ জ্যাকেট ও এক্স-রে মেশিনের ব্যবস্থাও করা হচ্ছে ৷
দিল্লির ডিসিপি স্পেশাল সেল ইনগিট প্রতাপ সিং এই নিয়ে বলেন, "জি20 ভারতের জন্য অত্যন্ত গর্বের বিষয় ৷ এর মূল অনুষ্ঠানটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ৷ সেই পরিপ্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ সোয়াট কমান্ডোরা সন্ত্রাস বিরোধী পদক্ষেপের সামনে থাকছে ৷ আমরা 19 জন সোয়াট কমান্ডোকে শহুরে পরিস্থিতিতে মার্কসওম্যান হিসেবে প্রশিক্ষণ দিয়েছি ৷ তারা স্নাইপারদের থেকে আলাদা । মধ্যপ্রদেশের কাররায় চার সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ৷"
দিল্লি পুলিশের অন্য এক আধিকারিক সুমন নালওয়া বলেন, "দিল্লি পুলিশ যেকোনও জাতীয় এবং আন্তর্জাতিকস্তরের অনুষ্ঠানগুলি খুব পেশাদারভাবে পরিচালনা করে ৷ জি20-এর জন্য আমাদের প্রস্তুতি কয়েক মাস ধরে চলছে । একাধিক সংস্থার সঙ্গে আমাদের অবিচ্ছিন্ন সমন্বয় রেখে এবং প্রতিটি বাস্তব পরিস্থিতির কথা আগাম চিন্তা করে জরুরি পরিকল্পনা করে রাখা হচ্ছে ৷"