নয়াদিল্লি, 8 জানুয়ারি: দিল্লি পুলিশের (Delhi Police) কর্তব্যরত সদস্যদের উপর হামলা চালালেন প্রায় 100 জন আফ্রিকান (Africans) ! শনিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজধানীর নেব সরাইয়ের রাজু পার্ক এলাকায় ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেআইনিভাবে ভারতে থাকার অভিযোগে শনিবার নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেফতার (Three Nigerians Arrested) করা হয় ৷ পরে ফের একবার ঘটনাস্থলে যান পুলিশের কর্মী ও আধিকারিকরা ৷ দুই দফাতেই তাঁদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷
দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, শনিবার দুপুরে রাজু পার্ক এলাকায় যান নার্কোটিক্স সেলের সদস্যরা ৷ তাঁদের কাছে খবর ছিল, ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও এই এলাকায় কিছু বিদেশি বেআইনিভাবে বসবাস করছেন ৷ তাঁদের পাকড়াও করতেই শনিবার ওই অভিযান চালানো হয় ৷ দুপুর 2টো 30 মিনিট নাগাদ ওই এলাকা থেকে মোট তিনজনকে পাকড়াও করা হয় ৷ জানা যায়, তাঁরা সকলেই নাইজেরিয়ার মানুষ ৷ ভারতে এসেছিলেন বৈধ ভিসা নিয়ে ৷ কিন্তু, সেই ভিসার মেয়াদ অনেক আগেই পেরিয়ে গিয়েছে ৷ তারপরও ভারত ছেড়ে যাননি তাঁরা ৷ বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়ে থাকার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয় ৷ আর তারপরই শুরু হয় বিপত্তি ৷