নয়াদিল্লি, 1 ডিসেম্বর: সুনন্দা পুষ্কর মৃত্যুর মামলায় (Sunanda Pushkar Death Case) দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল পুলিশ (Delhi Police moves HC)৷ ওই মামলায় গত বছর 18 অগস্ট নিম্ন আদালত কংগ্রেস নেতা শশী থারুরকে (Shashi Tharoor) বেকসুর হিসেবে যে নির্দেশ দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়েছে দিল্লি পুলিশ ৷ সেই রায়ের 15 মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুলিশ অভিযোগ করেছে, সুনন্দা পুষ্করকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন থারুর । 2014 সালের 17 জানুয়ারি দিল্লির একটি বিলাসবহুল হোটেলে মেলে থারুরের স্ত্রীর দেহ ৷
রিভিশন পিটিশন দাখিল করার জন্য 'বিলম্ব হওয়ায় ক্ষমা' চেয়ে দিল্লি পুলিশ যে আবেদন করেছে, তার ভিত্তিতে শশী থারুরকে নোটিশ পাঠিয়েছেন বিচারপতি দীনেশ কুমার শর্মা । আদালত সামনের বছর 7 ফেব্রুয়ারি এই মামলার শুনানি করবে । বরিষ্ঠ আইনজীবী বিকাশ পাহওয়া শশী থারুরের পক্ষে উপস্থিত হয়ে আদালতকে জানান যে, বিচার চলাকালীন, নিম্ন আদালত এবং হাইকোর্ট দ্বারা বিভিন্ন আদেশ দেওয়া হয়েছিল ৷ এই মামলার রেকর্ডগুলি কারও সঙ্গে ভাগ করে নেওয়া উচিত নয় । থারুরের পক্ষে সওয়াল করেন শীর্ষ আইনজীবী পাহওয়া এবং আইনজীবী গৌরব গুপ্তা ।