নয়াদিল্লি, 8 নভেম্বর: আন্তর্জাতিক ক্রিকেটের 146 বছরে প্রথমবার গত পরশু অরুণ জেটলি স্টেডিয়ামে যা ঘটেছে ৷ ক্রিকেটে 'টাইমড আউটে'র সাক্ষী হয়েছে গোটা বিশ্ব। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবার এমন অদ্ভূত আউটের শিকার হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। যা নিয়ে এখন দু'ভাগে বিভক্ত ক্রিকেটবিশ্ব। কেউ এমন আউটের পক্ষে তো কেউ বিপক্ষে। এর মাঝে ম্যাথিউজের 'টাইমড আউট' নিয়ে 'হেলমেট'কে কেন্দ্র করে টুইট করল দিল্লি পুলিশ ৷ অবশ্য তার আগে ম্যাথিউজের 'টাইমড আউটে'র পর কলকাতা পুলিশও 'হেলমেট'কে নিয়ে এক্স (টুইট) করে ৷
কী লেখা আছে দিল্লি পুলিশের এক্সে (টুইট):
দিল্লি পুলিশের তরফে পোস্ট করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথিউজ এক ছবি ৷ তাতে দুই হেলমেট হাতে দাঁড়িয়ে রয়েছেন ব্যাটার ৷ ছবির ওপরে বড় করে লেখা, "একটি ভালো হেলমেট আপনাকে টাইমড আউট থেকে রক্ষা করতে পারে।" এরসঙ্গে ছবির ক্যাপশানে লেখা হয়েছে, "দিল্লিবাসী! আমরা আশা করি এখন 'হেলমেট'-এর গুরুত্ব বুঝতে পেরেছেন। একটি ভাল হেলমেট আপনাকে সময় শেষ হওয়া থেকে রক্ষা করতে পারে।" দিল্লি পুলিশ ম্যাথিউজের আউটকে সামনে রেখে ট্রাফিক সচেতনতার কথা তুলে ধরেছে ৷ হেলমেটকে হাতিয়ার করে আমজনতাকে সচেতনতার বার্তা দিতে চেয়েছে দিল্লি পুলিশ।
কলকাতা পুলিশের এক্সে (টুইট) কী লেখা আছে?