নয়াদিল্লি, 20 জুলাই: স্বাধীনতা দিবসের (Independence day 2021) প্রাক্কালে রাজধানীতে নাশকতা চালাতে পারে কোনও পাক জঙ্গি সংগঠন ৷ গোপন সূত্রে এই খবর পেয়ে কড়া সতর্কতা (Terror Alert) জারি করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ বিশেষ সূত্রে খবর, আকাশপথে হামলা চালানোর আশঙ্কা রয়েছে ৷ সেই কারণে আপাতত ড্রোন ও অন্যান্য উড়ন্ত বস্তুর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার বালাজি শ্রীবাস্তব ৷ প্রত্যেক জেলার ডিসিপিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷
গোয়েন্দা সূত্রে আসা সতর্কবার্তায় জানানো হয়েছে, 5 অগস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছিল ৷ সেই দিনই অর্থাৎ 5 অগস্ট অথবা তার আশপাশে দিল্লিতে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা ৷ কোনও স্লিপার সেলকে সক্রিয় করে এই হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ বিস্ফোরক বোঝাই কোনও ড্রোন ব্যবহার করে জঙ্গিরা হামলা চালাতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা ৷ ড্রোন হামলা মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দিল্লি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে ৷