নয়াদিল্লি, 24 মার্চ: লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলনের ঘটনায় (Attack on Indian High Commission in London) এফআইআর করল দিল্লি পুলিশ (Delhi Police files FIR) ৷ উল্লেখ্য, গত 19 মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে হামলা চালান খালিস্তানপন্থীরা (Khalistani Attack in London) ৷ সেই ঘটনাতেই এবার পদক্ষেপ করল দিল্লি পুলিশ ৷ শুক্রবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লন্ডনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি আইনের একাধিক ধারার পাশাপাশি ইউএপিএ এবং পিডিপিপি আইনেও মামলা রুজু করা হয়েছে ৷
সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই এফআইআর করা হয়েছে ৷ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লি পুলিশকে এই ঘটনায় কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ গত 19 মার্চের ঘটনার সঙ্গে যুক্তদের মধ্যে যাঁরা ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷ স্পেশাল সেলকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত বছরই ভারতে ফেরেন খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং ৷ আর তারপর থেকেই শুরু হয় ঝামেলা ৷ অভিযোগ, শিখ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে খালিস্তান গঠনের চেষ্টা করছেন অমৃতপাল ও তাঁর অনুগামীরা ৷ অমৃতপালকে পাকড়াও করতে ইতিমধ্যেই কোমর বেঁধেছে পঞ্জাব পুলিশ ৷ কিন্তু, তাঁর নাগাল পাওয়া যায়নি ৷