পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Khalistani Attack in London: লন্ডনের খালিস্তানি হামলায় এফআইআর করল দিল্লি পুলিশ

গত 19 মার্চ লন্ডনের ভারতীয় হাই কমিশনে খালিস্তানি হামলার ঘটনায় (Attack on Indian High Commission in London) এফআইআর করল দিল্লি পুলিশ (Delhi Police files FIR) ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে করা হল পদক্ষেপ ৷

Delhi Police files FIR over Khalistani Attack on Indian High Commission in London
ফাইল ছবি

By

Published : Mar 24, 2023, 2:25 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের কার্যালয় থেকে জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলনের ঘটনায় (Attack on Indian High Commission in London) এফআইআর করল দিল্লি পুলিশ (Delhi Police files FIR) ৷ উল্লেখ্য, গত 19 মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনে হামলা চালান খালিস্তানপন্থীরা (Khalistani Attack in London) ৷ সেই ঘটনাতেই এবার পদক্ষেপ করল দিল্লি পুলিশ ৷ শুক্রবার দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, লন্ডনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি আইনের একাধিক ধারার পাশাপাশি ইউএপিএ এবং পিডিপিপি আইনেও মামলা রুজু করা হয়েছে ৷

সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই এফআইআর করা হয়েছে ৷ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লি পুলিশকে এই ঘটনায় কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছিল ৷ গত 19 মার্চের ঘটনার সঙ্গে যুক্তদের মধ্যে যাঁরা ভারতীয় বংশোদ্ভূত, তাঁদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷ স্পেশাল সেলকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর গত বছরই ভারতে ফেরেন খালিস্তানপন্থী শিখ প্রচারক অমৃতপাল সিং ৷ আর তারপর থেকেই শুরু হয় ঝামেলা ৷ অভিযোগ, শিখ সম্প্রদায়কে ভুল বুঝিয়ে খালিস্তান গঠনের চেষ্টা করছেন অমৃতপাল ও তাঁর অনুগামীরা ৷ অমৃতপালকে পাকড়াও করতে ইতিমধ্যেই কোমর বেঁধেছে পঞ্জাব পুলিশ ৷ কিন্তু, তাঁর নাগাল পাওয়া যায়নি ৷

এই প্রেক্ষাপটে খালিস্তানপন্থীরা অমৃতপালের সমর্থনে সুর চড়াতে শুরু করেছেন ৷ এমনকী, সেই দলে নির্বাচিত জনপ্রিতিনিধিরাও রয়েছেন ! বিষয়টি নিয়ে প্রথম দিকে কেন্দ্রের তরফে তেমন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ লড়াই সীমাবদ্ধ ছিল মূলত অমৃতপাল শিবির এবং পঞ্জাব পুলিশ ও প্রশাসনের মধ্যে ৷ কিন্তু, অমৃতপাল বেপাত্তা হয়ে যাওয়ার পর ভারত-নেপাল, ভারত-পাকিস্তান-সহ দেশের সমস্ত আন্তর্জাতিক সীমান্তগুলিতে বিএসএফ ও এসএসবিকে সতর্ক থাকার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷

আরও পড়ুন:লন্ডনে ভারতীয় হাই কমিশনের বাইরে ফের খালিস্তানপন্থীদের বিক্ষোভ

এসবের মধ্যেই গত 19 মার্চ লন্ডনে হামলার ঘটনাটি ঘটে ৷ ভারতীয় হাই কমিশনের ভবনের সামনে উড়তে থাকা জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলন করা হয় ৷ এই ঘটনার পর আর চুপ করে বসে থাকেনি কেন্দ্র ৷ হাই কমিশনের নিরাপত্তা নিয়ে ব্রিটেনকে কড়া বার্তা দেওয়া হয় ৷ কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ সরকারও ৷ আর এবার এই ঘটনায় সরাসরি এফআইআর করল দিল্লি পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details