নয়াদিল্লি, 29 জুন : ঝঞ্ঝাট যেন পিছু ছাড়ছে না টুইটারের । একের পর এক বিতর্ক । গতকাল ভারতের মানচিত্র বিকৃত করার অভিযোগ উঠেছিল । আর আজকের নয়া অভিযোগ, টুইটারে শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত কনটেন্ট । জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন নয়া তথ্য ও প্রযুক্তি বিধির আওতায় দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মার্কিন মাইক্রো ব্লগিং সাইটের বিরুদ্ধে । অভিযোগ, পকসো আইন অবমাননা করেছে টুইটার ।
এর আগে গতকাল টুইটারের ওয়েবসাইটে ভারতের মানচিত্র বিকৃত করে দেখানোর অভিযোগ উঠেছিল । জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছিল ওই মানচিত্রে । টুইটারের ওয়েবসাইটে 'টুইপ লাইফ' শীর্ষক একটি পেজে এই বিকৃত মানচিত্রটি দেখা যায় । আর তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে ।