নয়াদিল্লি, 15 জুন:কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কথা মতো পুলিশ ব্রিজভূষণ কাণ্ডে বৃহস্পতিবার রাউজ এভিনিউ কোর্টে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ ৷ যদিও তাতে দিল্লি পুলিশ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা মামলা খারিজ করার আর্জি জানিয়েছে ৷ ওই চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকার বাবা মিথ্যা বলেছিলেন ৷ তাই মামলা খারিজ করার আর্জি জানানো হয়েছে।
আজ বিশেষ সরকারি আইনজীবী বলেছেন, দিল্লি পুলিশ চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), 354এ (অশালীন মন্তব্য), 354ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে 354 জামিনঅযোগ্য। তবে বাকি দু'টি ধারা জামিনযোগ্য। এদিকে আজ চার্জশিট পেশ করার আগেই ব্রিজভূষণের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে একশোর চেয়ে বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের অভিযোগ খারিজ করা হয়েছে। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ।