পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Wrestlers Protest: পকসো আইন থেকে অব্যাহতির আর্জি, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের - ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ দিল্লি পুলিশের

ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কথামতো আজ দিল্লি পুলিশ ব্রিজভূষণ কাণ্ডে চার্জশিট পেশ করেছে ৷ ওই চার্জশিটে ব্রিজভূষণ শরণ সিংকে পকসো আইন থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে ৷

Wrestlers Protest
যৌন হয়রানির অভিযোগে চার্জশিট দাখিল করেছে দিল্লি পুলিশ

By

Published : Jun 15, 2023, 1:34 PM IST

Updated : Jun 15, 2023, 2:22 PM IST

ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের

নয়াদিল্লি, 15 জুন:কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কথা মতো পুলিশ ব্রিজভূষণ কাণ্ডে বৃহস্পতিবার রাউজ এভিনিউ কোর্টে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ ৷ যদিও তাতে দিল্লি পুলিশ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে পকসো আইনে দায়ের করা মামলা খারিজ করার আর্জি জানিয়েছে ৷ ওই চার্জশিটে এও উল্লেখ করা হয়েছে, ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে নাবালিকার বাবা মিথ্যা বলেছিলেন ৷ তাই মামলা খারিজ করার আর্জি জানানো হয়েছে।

আজ বিশেষ সরকারি আইনজীবী বলেছেন, দিল্লি পুলিশ চার্জশিটে ব্রিজভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 354 (জোর করে মহিলার শ্লীলতাহানির চেষ্টা), 354এ (অশালীন মন্তব্য), 354ডি (উত্যক্ত করা) ধারায় অভিযোগ করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে 354 জামিনঅযোগ্য। তবে বাকি দু'টি ধারা জামিনযোগ্য। এদিকে আজ চার্জশিট পেশ করার আগেই ব্রিজভূষণের বাসভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা কড়া করে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে একশোর চেয়ে বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের অভিযোগ খারিজ করা হয়েছে। পকসো মামলা বাতিল করার ক্ষেত্রে ক্যান্সেলেশন রিপোর্ট পেশ করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন:অনুরাগের প্রতিশ্রুতি মতো ব্রিজভূষণ কাণ্ডে আজ দিল্লি পুলিশের চার্জশিট

প্রসঙ্গত, এর আগে এক নাবালিকা-সহ মোট 7 জন কুস্তিগীর ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছিলেন। এর মধ্যে ওই নাবালিকা কুস্তিগীরের বাবা পরবর্তীতে নিজের বয়ান বদল করেন এবং দাবি করেন, ব্রিজভূষণ তাঁকে যৌন হেনস্তা করেননি। এরপরই এই বিজেপি সাংসদের বিরুদ্ধে পকসো মামলা খারিজের আবেদন জানাল দিল্লি পুলিশ । দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, 173 ধারার অধীনে তাঁদের তরফে একটি রিপোর্ট পেশ করা হয়েছে। সেখানে ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো ধারায় মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। আগামী 4 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। এখন দেখার দিল্লি পুলিশের পদত্যাগের পর কুস্তিগীররা কী পদক্ষেপ নেন!

Last Updated : Jun 15, 2023, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details