নয়াদিল্লি, 16 ফেব্রুয়ারি : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বাসভবনে জোর করে প্রবেশের চেষ্টার অভিযোগ ৷ এই অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ (Man Detained for Break-in Attempt at NSA Dovals House) ৷ তাঁকে দিল্লি পুলিশের স্পেশাল সেল জেরা করছে ৷
বুধবার সকালে ঘটনাটি ঘটে ৷ ওই ব্যক্তি অজিত ডোভালের (NSA Ajit Doval) বাসভবনে প্রবেশের চেষ্টা করার সময়ই নিরাপত্তারক্ষীদের নজরে আসে বিষয়টি ৷ তাঁরা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন ৷ তার পর স্থানীয় থানায় খবর দেওয়া হয় ৷ সেখান থেকে পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায় ৷
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক জেরায় ওই ব্যক্তি জানিয়েছে যে তাঁর শরীরে একটি চিপ লাগানো আছে ৷ আর তাঁকে রিমোটের দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ এর পর ওই ব্যক্তির এমআরআই করানো হয় ৷ কিন্তু তাঁর শরীরে কোনও চিপের হদিশ মেলেনি বলে জানা গিয়েছে ৷
পুলিশের ধারণা, ওই ব্যক্তির মানসিক অবস্থা স্থিতিশীল নয় ৷ তবে এই নিয়ে আরও জেরা করা প্রয়োজন বলে পুলিশের দাবি ৷ তারা সব দিক খতিয়ে দেখছে ৷ এর পিছনে অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে ৷
আরও পড়ুন :India bans 54 Chinese apps : সুরক্ষায় ঝুঁকিপূর্ণ আরও 54 চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র