পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সিঙ্ঘু সীমানায় ধৃত দুই সাংবাদিক - সাংবাদিক

দিল্লির সিঙ্ঘু সীমানায় ধৃত দুই তরুণ সাংবাদিক৷ কৃষক আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ছিলেন তাঁরা৷ যদিও পুলিশের দাবি, ওই দুই সাংবাদিক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷

Delhi Police Detain Two Journalists At Farmers' Protest Site In Singhu
প্রতীকী ছবি

By

Published : Jan 31, 2021, 5:52 PM IST

নয়া দিল্লি, 31 জানুয়ারি: সিঙ্ঘু সীমানা থেকে দুই সাংবাদিককে আটক করল পুলিশ৷ ঘটনাটি ঘটে শনিবার রাতে৷ পুলিশের দাবি, ওই দুই সাংবাদিক কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷ ধৃতরা হলেন মনদীপ পুনিয়া এবং ধর্মেন্দ্র সিং৷ এঁরা দু’জনেই কৃষক আন্দোলনের খবর সংগ্রহ করতে সিঙ্ঘু সীমানায় গিয়েছিলেন৷ সূত্রের খবর, ধর্মেন্দ্রকে আটক করার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেওয়া হলেও মনদীপকে রাতভর আটকে রাখা হয় সময়পুর বদলি থানায়৷

মনদীপ পুনিয়া একজন ফ্রিল্য়ান্স সাংবাদিক৷ একটি পত্রিকার হয়ে কাজ করেন তিনি৷ শনিবার রাতে আটকের পর তাঁকে গ্রেপ্তার করা হয়৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে৷ তার মধ্যে সরকারি কর্মচারীদের উপর অপরাধমূলক আক্রমণের ধারাও রয়েছে৷ রবিবার মনদীপকে তিহার আদালতে পেশ করা হয়৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই 26 জানুয়ারির হামলার ঘটনায় একাধিক সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ৷ অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে রাজদীপ সারদেশাইয়ের মতো হেভিওয়েটেরও৷ শনিবার তাঁর বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করে দিল্লি পুলিশ৷ অভিযোগ দায়ের করা হয় কংগ্রেস নেতা শশী থারুর-সহ অন্যদের বিরুদ্ধেও৷ সেই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই ফের সিঙ্ঘু সীমানায় এই দুই তরুণ সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হল৷

আরও পড়ুন:সাংবাদিকদের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে সোচ্চার গিল্ড

26 জানুয়ারির হিংসার জন্য যেভাবে একের পর সাংবাদিককে কাঠগড়ায় তোলা হচ্ছে, তাতে ক্ষুব্ধ সাংবাদিক মহল৷ ইতিমধ্যেই এর প্রতিবাদ জানিয়েছে এডিটর্স গিল্ড৷ অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে করা এফআইআরগুলি প্রত্যাহারের দাবি তোলা হয়েছে৷ তবে তাতে সরকার বা প্রশাসনের টনক যে নড়েনি, শনিবার রাতের ঘটনাই তার প্রমাণ বলে মনে করা হচ্ছে৷

ABOUT THE AUTHOR

...view details