পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষক-বিক্ষোভের অশান্তির আশঙ্কায় দিল্লির সীমানায় নিরাপত্তা বৃদ্ধি পুলিশের

শনিবার ছিল কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি৷ সেই কর্মসূচি শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে৷ তার পরও রবিবার দিল্লির সীমানাগুলিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হল দিল্লি পুলিশের তরফে৷

ফাইল ছবি
ফাইল ছবি

By

Published : Feb 7, 2021, 2:07 PM IST

দিল্লি, 7 ফেব্রুয়ারি : একদিন আগেই শান্তিপূর্ণ ভাবে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করেছেন কৃষকরা৷ কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছে না দিল্লি পুলিশ৷ তাই রবিবার সকাল থেকেই দিল্লির সমস্ত সীমানায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে৷ গত 26 জানুয়ারি দিল্লিতে কৃষকদের আন্দোলন ঘিরে যে অশান্তি ছড়ায়, তার জেরেই আর কোনও ঝুঁকি নিতে নারাজ পুলিশ৷ তাই শনিবারও প্রচুর পুলিশ, আধাসেনা মোতায়েন করা হয়েছিল দিল্লিতে৷

দিল্লির বাইরে তিনটি জায়গায় আন্দোলন করছে 41টি কৃষক সংগঠন৷ তার মধ্যে দু’টি হল টকরি সীমানা ও গাজীপুর সীমানা৷ টিকরি দিয়ে হরিয়ানা থেকে দিল্লিতে আসা যায়৷ আর গাজীপুর দিয়ে উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে প্রবেশ করা যায়৷ এই দু’টি জায়গাতেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রবিবার৷

গত বছরের সেপ্টেম্বরে বাদল অধিবেশনে তিনটি নতুন কৃষি আইন সংসদে পাস করায় কেন্দ্রের মোদি সরকার৷ গত 2 অক্টোবর এই আইন কার্যকর হয়৷ তার পর থেকে ক্রমশ এই আইন নিয়ে ক্ষেভ বাড়ছিল কৃষকদের মধ্যে৷ নভেম্বরের শেষে আন্দোলনে নামে 41টি কৃষক সংগঠন৷ তৈরি হয় সংযুক্ত কিষান মোর্চা৷ তখন থেকেই তারা দিল্লির বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন৷

আরও পড়ুন :চাক্কা জ্য়াম আর রাকেশের হুঙ্কারে প্রাণ পাচ্ছে কৃষক বিক্ষোভ

এর মধ্যে কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিকবার বৈঠক হয়েছে৷ কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি৷ কৃষকরা এই আইন বাতিলের দাবিতে অনড়৷

ABOUT THE AUTHOR

...view details