পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিশার গ্রেপ্তারিতে আত্মপক্ষ সমর্থন পুলিশের, তথ্য সংগ্রহ জুম-হোয়াটসঅ্যাপ থেকে

টুলকিট মামলায় সমাজকর্মী দিশা রবির গ্রেপ্তারি প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করল দিল্লি পুলিশ। তাদের দাবি, আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে দিশাকে। এ দিকে, এই মামলায় তথ্য সংগ্রহ করা হচ্ছে জুম ও হোয়াটসঅ্যাপের থেকে।

Delhi Police defends activist Disha Ravi's arrest in 'toolkit' case, seeks information from Zoom, WhatsApp
দিশার গ্রেপ্তারিতে আত্মপক্ষ সমর্থন পুলিশের

By

Published : Feb 17, 2021, 9:30 AM IST

দিল্লি, 17 ফেব্রুয়ারি:আইন মেনেই গ্রেপ্তার করা হয়েছে তরুণী সমাজকর্মী দিশা রবিকে । টুলকিট মামলা নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠায় আত্মপক্ষ সমর্থনে এমনই দাবি করল দিল্লি পুলিশ । এই মামলায় অগ্রগতি পেতে জুম ও হোয়াটসঅ্যাপের থেকে তথ্য সংগ্রহ করা হবে বলে পুলিশ জানিয়েছে ।

দিল্লি পুলিশের কমিশনার এসএন শ্রীবাস্তব মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশে বলেন, ''আইন 22 বছর বয়সি ও 50 বছর বয়সিদের মধ্যে কোনও পার্থক্য দেখতে পায় না । তাঁকে আদালতে পেশ করা হয়েছিল এবং আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে। তাঁর গ্রেপ্তারিতে কোনও গাফিলতি হয়েছে, এ কথা বললে ভুল বলা হবে ।''

এ দিকে, টুলকিট মামলায় অপর অভিযুক্ত শান্তনু মুলুককে 10 দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট । তবে আর এক অভিযুক্ত নিকিতা জ্যাকবের আগাম জামিনের আবেদন বুধবার পর্যন্ত রিজ়ার্ভ রেখেছে আদালত । নিকিতার আইনজীবী আদালতে দাবি করেন যে, সাধারণতন্ত্র দিবস বা কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে ঘিরে সৃষ্টি হওয়া হিংসার সঙ্গে কোনও সম্পর্ক নেই টুলকিটের ।

এ দিকে পুলিশের দাবি, 11 জানুয়ারি রবি, নিকিতা, মুলুক ও খালিস্তানি সংগঠন পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের এক সদস্যের মধ্যে বৈঠক হয়েছিল । সেই বৈঠকের বিষয়ে সবিস্তার তথ্য পেতে জুমের থেকে তথ্য সংগ্রহ করবে দিল্লি পুলিশ ।

আর পড়ুন:দিশার গ্রেপ্তারি "মোদির হতাশার প্রতিফলন'', টুলকিট কাণ্ডে তোপ অধীরের

ধৃত 22 বছরের সমাজকর্মী দিশাকে দিনে 15 মিনিট ফোনে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে ও দিনে 30 মিনিট করে তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে দিল্লির একটি আদালত ।

ABOUT THE AUTHOR

...view details