নয়াদিল্লি, 15 ডিসেম্বর: দ্বারকা অ্যাসিড হামলার (Dwarka Acid Attack) ঘটনায় দিল্লি পুলিশ (Delhi Police) কয়েক ঘণ্টার মধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে । ওই হামলায় দ্বাদশ শ্রেণির ছাত্রীর উপর জখম হয়েছেন ৷ পুলিশের দাবি, বছর 17-র ওই কিশোরীর উপর অ্যাসিড হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত শচীন অরোরা (20) ৷ শচীনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ওই কিশোরী ৷ আর কথা বলাও বন্ধ করে দেয় ৷ তাই প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা করা হয়েছে ৷
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার সাগর প্রীত হুডা বলেছেন, "সেপ্টেম্বর থেকে ওই মেয়েটি শচীনকে উপেক্ষা করছিল৷ বন্ধুত্বও ছিন্ন করে ৷ তার পরই শচীন তাঁর বন্ধু হর্ষিত আগরওয়াল ওরফে হানি এবং বীরেন্দ্র সিং ওরফে সোনুর সঙ্গে হামলার পরিকল্পনা করেছিল ৷"
হুডা আরও বলেন, "অ্যাসিডটি ফ্লিপকার্ট থেকে অনলাইনে কেনা হয়েছিল (Acid Bought Online) এবং শচীন তার পেটিএম অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা দিয়েছিল । পুলিশ এই ঘটনায় ব্যবহৃত মোবাইল এবং বাইকটি বাজেয়াপ্ত করেছে । ওই কিশোরীর শরীরের 8 শতাংশ পুড়ে গিয়েছে ।"