নয়াদিল্লি, 6 জুন : আন্তর্জাতিক প্রতারণা চক্রের একটি দলকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ বেআইনিভাবে আন্তর্জাতিক কল সেন্টার খুলে বিদেশে লোকজনকে প্রতারণা করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ৷ এরা ইংল্যান্ডের আয়কর আধিকারিক সেজে, সে দেশের লোকজনদের ঠকাত ৷ জানা গিয়েছে, অডিটের ত্রুটি ঠিক করার অজুহাতে এরা প্রতারণার কাজকে এগিয়ে নিয়ে যেত ৷ দিল্লির নারাইনা থেকে মোট 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
এই ঘটনায় নারাইনা পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ পুলিশি অভিযানে বেআইনি এই সংস্থার মোট 21 জনে গ্রেফতার করা হয়েছে ৷ যাদের মধ্যে একজন ম্যানেজার, 2 জন সুপার ভাইজার, 4 জন ক্লোজার এবং 14 জন এজেন্টের কাজ করত ৷ পুলিশ জানিয়েছে, ভুয়ো এই কল সেন্টারটি এইচএমআরসি অর্থাৎ, ‘হার ম্য়াজেস্টিস রেভেনিউ অ্যান্ড কাস্টমস, ইউনাইটেড কিংগডম’ নামে প্রতারণার কাজ করত ৷