পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কল সেন্টারের নামে বিদেশে প্রতারণা, দিল্লি পুলিশের জালে 21 প্রতারক - আয়কর

দিল্লির নারাইনা এলাকা থেকে ভুয়ো কল সেন্টারের নামে প্রতারণার অভিযোগে 21 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ অভিযোগ, এরা ইংল্যান্ডের আয়কর বিভাগের নাম ভাঙিয়ে সে দেশের সাধারণ মানুষকে লুঠ করত ৷ আর এর জন্য উন্নতমানের সফটওয়্যার ছিল এদের হাতিয়ার ৷

delhi-police-busts-fake-international-call-centre-in-naraina
কল সেন্টারের নামে বিদেশে প্রতারণা, দিল্লি পুলিশের জালে 21 প্রতারক

By

Published : Jun 6, 2021, 6:29 PM IST

নয়াদিল্লি, 6 জুন : আন্তর্জাতিক প্রতারণা চক্রের একটি দলকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ বেআইনিভাবে আন্তর্জাতিক কল সেন্টার খুলে বিদেশে লোকজনকে প্রতারণা করার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে ৷ এরা ইংল্যান্ডের আয়কর আধিকারিক সেজে, সে দেশের লোকজনদের ঠকাত ৷ জানা গিয়েছে, অডিটের ত্রুটি ঠিক করার অজুহাতে এরা প্রতারণার কাজকে এগিয়ে নিয়ে যেত ৷ দিল্লির নারাইনা থেকে মোট 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷

এই ঘটনায় নারাইনা পুলিশ স্টেশনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ৷ পুলিশি অভিযানে বেআইনি এই সংস্থার মোট 21 জনে গ্রেফতার করা হয়েছে ৷ যাদের মধ্যে একজন ম্যানেজার, 2 জন সুপার ভাইজার, 4 জন ক্লোজার এবং 14 জন এজেন্টের কাজ করত ৷ পুলিশ জানিয়েছে, ভুয়ো এই কল সেন্টারটি এইচএমআরসি অর্থাৎ, ‘হার ম্য়াজেস্টিস রেভেনিউ অ্যান্ড কাস্টমস, ইউনাইটেড কিংগডম’ নামে প্রতারণার কাজ করত ৷

আরও পড়ুন : অনলাইনে ফ্লাইটের টাকা ফেরত নিতে গিয়ে প্রতারিত হরিদেবপুরের তরুণী

এই গোটা প্রতারণা চক্রটিকে চালাতে ওই ভুয়ো কল সেন্টারে 34টি কম্পিউটার সহ অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা ছিল ৷ সেখান থেকেই আন্তর্জাতিক ফোন কল করা হত ৷ সেই সঙ্গে নামীদামি সফটওয়্যার যেমন, আইবিম, ভিসি ডায়েল, ভস ওয়ার্ল্ড ফোন, জিলাইট এবং বিদেশি লেনদেনের জন্য ব্যবহৃত গেটওয়ে মনজো ও টাইডের মতো সফটওয়্যার ব্যবহার করত প্রতারকরা ৷

ABOUT THE AUTHOR

...view details