নয়াদিল্লি, 25 ডিসেম্বর:ছাত্রছাত্রীদের খুনের হুমকি (Murder Threat) দিয়ে এবং তাদের বাবা-মায়ের কাছ থেকে 30 লক্ষ টাকা (RS 30 Lakh) দাবি করে হাজতে যেতে হল এক নৃত্যগুরু (Dance Teacher) ও তাঁর সঙ্গীকে! ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে ৷ অভিযুক্ত বিষ্ণু মিশ্র এবং তাঁর সঙ্গী দুর্গা দত্ত সিংকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ এঁদের প্রথমজনের বয়স 28 বছর এবং দ্বিতীয়জন 27 বছর বয়সি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাচ্চাদের নাচ শেখান বিষ্ণু ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ হল, নিজের দুই ছাত্র-ছাত্রীর (সম্পর্কে ভাইবোন) পরিবারের সদস্যদের ভয় দেখিয়েছেন তিনি ৷ অভিযোগকারীর দাবি, তাঁর কাছ থেকে 30 লক্ষ টাকা চান বিষ্ণু ৷ এমনকী তিনি বলেন, ওই টাকা না পেলে পরিবারের দুই সন্তানকে খুন করবেন তিনি ! তবে, হুমকি দেওয়ার সময় নিজের পরিচয় গোপন করেছিলেন বিষ্ণু ৷ প্রসঙ্গত, বিষ্ণুকে ওই পরিবারের সদস্যরা গত 10 বছর ধরে চেনেন ৷ তিনি যে এমন কিছু করতে পারেন, তা এখনও তাঁদের বিশ্বাস হচ্ছে না !
আরও পড়ুন:বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদবের গাড়িতে ধাক্কা, গ্রেফতার 2
ওই দুই ছাত্রছাত্রীর বাবাকে বিষ্ণু হোয়াট্সঅ্য়াপে মেসেজ করেন ৷ সেই মেসেজে তিনি ওই দুই ভাইবোনকে মেরে ফেলার হুমকি দেন ৷ ঘটনাটি ঘটে গত 20 ডিসেম্বর ৷ ওই ব্যক্তিকে তাঁর দুই সন্তানের ছবি পাঠানো হয় হোয়াট্সঅ্য়াপ মেসেজে ৷ সেই ছবির উপর কালি দিয়ে ক্রস চিহ্ন আঁকা ছিল ৷ এরপর আর দেরি করেননি ওই ব্যক্তি ৷ সটান চলে যান পুলিশের কাছে ৷
পুলিশকে লেখা অভিযোগপত্রে ওই ব্যক্তি জানিয়েছেন, "আমাকে মেসেজ পাঠানো হয়েছিল ৷ সেই মেসেজে আমার ছেলে-মেয়ের ছবি ছিল ৷ একই মোবাইল নম্বর থেকে আমাকে ফোনও করা হয়েছিল ৷ যিনি ফোন করেন, তিনি নিজেকে একজন গ্যাংস্টার বলে দাবি করেছিলেন ! তাঁর কাছে আমার পরিবার সম্পর্কে সমস্ত তথ্য ছিল ৷ ভয়ে আমি 'কল'টি কেটে দিই ৷ ওই নম্বরটিও 'ব্লক' করে দিই ৷"
সেই মেসেজ আসার পরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি ৷ ঘটনার তদন্তে নামে পুলিশ ৷ ওই ব্যক্তিকে বলা হয়েছিল, নির্দিষ্ট দিনে বেলা 11টার মধ্যে 30 লক্ষ টাকা পাঠিয়ে দিতে হবে ৷ তা না হলে তাঁর দুই সন্তানকেই খুন করা হবে ৷ টাকা ট্রান্সফারের জন্য একটি ব্যাংক অ্য়াকাউন্ট নম্বরও দেওয়া হয় ৷ এরপর সংশ্লিষ্ট মোবাইল নম্বর এবং ব্যাংক অ্য়াকাউন্ট সংক্রান্ত তথ্য যাচাই করে বিষ্ণুকে চিহ্নিত করে পুলিশ ৷ তাঁকে ও তাঁর সঙ্গীকে গ্রেফতার করা হয় ৷