পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Holi Viral Video: হোলিতে জাপানি তরুণীকে হেনস্থা, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার 3 - দিল্লি

হোলিতে এক জাপানি তরুণীকে হেনস্থা করার অভিযোগ (Japanese Woman harassed by Group of Young Men) উঠল একদল তরুণের বিরুদ্ধে ৷ দিল্লির এই ঘটনা ভাইরাল হয় সামাজিক মাধ্যমে (Holi Viral Video) ৷ তার জেরে পরবর্তীতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে দিল্লি পুলিশ (Delhi Police arrest Trio) ৷

Delhi Police arrest three accused for harassing a Japanese Woman after a Holi Video goes Viral
প্রতীকী ছবি

By

Published : Mar 11, 2023, 1:10 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ: হোলি খেলার অজুহাতে বিদেশি তরুণীর সঙ্গে অভব্য আচরণ (Japanese Woman harassed by Group of Young Men) ! ভাইরাল ভিডিয়ো (Holi Viral Video) দেখে কঠোর পদক্ষেপ করল দিল্লি পুলিশ (Delhi Police arrest Trio) ৷ নারী নিগ্রহ-সহ একাধিক অভিযোগে তিনজনকে গ্রেফতার করল তারা ৷ ধৃতদের মধ্যে একজন নাবালক ৷ বাকি দু'জন যুবক ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ সেই ভিডিয়োটি হোলির দিনের বলে দাবি করা হচ্ছে (ইটিভি ভারত ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি) ৷ তাতে দেখা যাচ্ছে, এক তরুণীকে ঘিরে ধরেছে কয়েকজন তরুণ ৷ তারা ওই তরুণীর গায়ে হাত দিচ্ছে, কখনও তাঁকে জাপটে ধরছে ! রং মাখানোর নামে রীতিমতো অশালীন আচরণ করা হচ্ছে তরুণীর সঙ্গে ! সূত্রের দাবি, ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে ৷ পরবর্তীতে জানা যায়, ভিডিয়োয় যে তরুণীকে দেখা গিয়েছে, তিনি আদতে জাপানের নাগরিক ৷

এই ভিডিয়ো ভাইরাল হতেই শুরু হয় সমালোচনা ৷ সংশ্লিষ্ট তরুণদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেট-নাগরিকরা ৷ তাঁদের বক্তব্য, একজন বিদেশিনীর সঙ্গে এমন আচরণ সারা বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট করে দেবে ৷ বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসে দিল্লি পুলিশ ৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করে তারা ৷

এই বিষয়ে এখনও পর্যন্ত আক্রান্ত তরুণী বা ভারতে অবস্থিত জাপানি দূতাবাসের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে, পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷ তাতে জানা গিয়েছে, গত 8 মার্চ ঘটনাটি ঘটে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ৷ এরপরই ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের শনাক্ত করা হয় ৷ পরবর্তীতে তাদের গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন:হোলির আনন্দের মাঝেই দার্জিলিঙে গ্রেফতার 203 জন

বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশনও ৷ ঘটনার ভিডিয়ো টুইট করেছেন জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য খুশবু সুন্দর ৷ প্রসঙ্গত, খুশবু একজন বিজেপি নেত্রী ৷ তিনি কড়া ভাষায় এই ঘটনার ধিক্কার জানিয়েছেন ৷ খুশবু মনে করেন, আক্রন্ত বিদেশি তরুণী বিষয়টি নিয়ে ভারতের জাতীয় মহিলা কমিশনকে লিখিত অভিযোগ জানাতে পারেন ৷

ABOUT THE AUTHOR

...view details