পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Poster Against PM Modi: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পড়ল অবমাননাকর পোস্টার, গ্রেফতার 6 - Poster Against PM Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর পোস্টার (Poster Against PM Modi) লাগানোর অভিযোগ ৷ ঘটনায় শতাধিক মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ ৷ 6 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ ঘটনায় আম আদমি পার্টির যোগ রয়েছে বলে অভিযোগ করেছে দিল্লি পুলিশ ৷

Poster Against PM Modi ETV BHARAT
Poster Against PM Modi

By

Published : Mar 22, 2023, 11:17 AM IST

নয়াদিল্লি, 22 মার্চ: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে (Objectionable Poster Against PM Narendra Modi) 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ শুধু তাই নয়, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে 100-র উপরে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police Registers 100 FIR) ৷ এমনকী মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে ৷ উল্লেখ্য, রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করে একাধিক পোস্টার লাগানো হয়েছে ৷ পোস্টারগুলিতে লেখা ছিল 'মোদি হঠাও দেশ বাঁচাও' ৷ এই ঘটনায় আম আদমি পার্টির যোগের কথাও উল্লেখ করেছে দিল্লি পুলিশ ৷

দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, শহর জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য লেখা পোস্টার লাগানোর অভিযোগে 100টির বেশি মামলা দায়ের করেছে পুলিশ ৷ 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, ওই পোস্টারগুলিতে কোনও প্রিন্টিং হাউস বা প্রেসের নাম পাওয়া গিয়েছে, তা পুলিশ কমিশনার জানাননি ৷ দিল্লি পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলাদায়ের করে তদন্ত শুরু করেছে ৷ একাধিক দলে ভাগ হয়ে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷

আরও পড়ুন:মোদিকে বড়দা বলে উল্লেখ করে একসঙ্গে কাজ করার বার্তা কেজরিওয়ালের

দিল্লির বিভিন্ন জেলায় এফআইআর দায়ের করা হয়েছে ৷ মামলাগুলি মূলত প্রিন্ট প্রেস অ্যাক্ট ও সম্পত্তির ক্ষতি সংক্রান্ত ধারায় দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার জানিয়েছেন, এই ঘটনায় তদন্তকারীরা একটি ভ্যানকে শনাক্ত করেছেন ৷ বলা হয়েছে ভ্যানটিকে আম আদমি পার্টির একটি কার্যালয় থেকে বেরতে দেখা গিয়েছে ৷ আর সেই সূত্র ধরেই কিছু পোস্টার বাজেয়াপ্ত করা হয়েছে এবং কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনায় দায়ের হওয়া অভিযোগগুলির ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷ এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

ABOUT THE AUTHOR

...view details