নয়াদিল্লি, 22 মার্চ: এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আপত্তিকর পোস্টার লাগানোর অভিযোগে (Objectionable Poster Against PM Narendra Modi) 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ ৷ শুধু তাই নয়, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে 100-র উপরে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ (Delhi Police Registers 100 FIR) ৷ এমনকী মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগও আনা হয়েছে ৷ উল্লেখ্য, রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধিতা করে একাধিক পোস্টার লাগানো হয়েছে ৷ পোস্টারগুলিতে লেখা ছিল 'মোদি হঠাও দেশ বাঁচাও' ৷ এই ঘটনায় আম আদমি পার্টির যোগের কথাও উল্লেখ করেছে দিল্লি পুলিশ ৷
দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার দীপেন্দ্র পাঠক সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, শহর জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য লেখা পোস্টার লাগানোর অভিযোগে 100টির বেশি মামলা দায়ের করেছে পুলিশ ৷ 6 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তবে, ওই পোস্টারগুলিতে কোনও প্রিন্টিং হাউস বা প্রেসের নাম পাওয়া গিয়েছে, তা পুলিশ কমিশনার জানাননি ৷ দিল্লি পুলিশ এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলাদায়ের করে তদন্ত শুরু করেছে ৷ একাধিক দলে ভাগ হয়ে এই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷