নয়াদিল্লি, 18 ডিসেম্বর : রোহিণী জেলা আদালতে বিস্ফোরণের ঘটনায় ডিআরডিও’র এক বিজ্ঞানীকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (DRDO Scientist Arrest for Rohini Court Explosion) ৷ এমাসের শুরুতেই দিল্লির রোহিণী আদালতে কম তীব্রতার একটি বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ অভিযোগ বছর 47’র ডিআরডিও’র ওই বিজ্ঞানী আদালতে বোমা রেখেছিলেন ৷ এমনটাই দিল্লি পুলিশের তরফে শনিবার জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, গত 9 ডিসেম্বর রোহিণী আদালতের 102নং কোর্ট রুমের ভিতরে একটি বিস্ফোরণ হয় (Rohini court explosion) ৷ যে ঘটনায় এক ব্যক্তি আহত হন ৷ প্রসঙ্গত, নিজের প্রতিবেশীকে মারার জন্য একটি টিফিন বক্সের ভিতরে বিস্ফোরক ভোরে সেটি কোর্টরুমে রেখেছিলেন অভিযুক্ত ৷ জানা গিয়েছে, ডিআরডিও-র ওই বরিষ্ঠ বিজ্ঞানীর নাম ভারতভূষণ কাটারিয়া ৷ তাঁকে শুক্রবার দিল্লি পুলিশ গ্রেফতার করেছে ৷ তাঁর ওই প্রতিবেশী পেশায় আইনজীবী এবং তিনি রোহিণী আদালতে প্র্যাকটিস করেন ৷