নয়াদিল্লি, 30 মে: দিল্লিতে নৃশংস ভাবে খুন হওয়া 16 বছরের কিশোরীর পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেবে দিল্লির সরকার ৷ মঙ্গলবার এ কথা ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ রবিবার রাজধানীর শাহবাদ ডেয়ারি এলাকায় নির্মমভাবে হত্যা করা হয় ওই কিশোরীকে ।
রবিবার সন্ধ্যায় দিল্লির রাস্তায় নাবালিকাকে হত্যার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে ৷ এই ঘটনায় মূল অভিযুক্ত এসি মেরামতকারী 20 বছরের সাহিলকে সোমবার উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ৷ সাহিলকে মঙ্গলবার স্থানীয় আদালতে হাজির করা হলে তাকে দুই দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷ সর্বসমক্ষে নৃশংসভাবে ওই কিশোরীকে হত্যার হাড়হিম ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷
এই ঘটনা নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে অরবিন্দ কেজরিওয়াল জানান, "এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা । দিল্লি সরকার মেয়েটির পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে ৷" অভিযুক্তদের যাতে কঠোর শাস্তি হয়, তার সরকার তা নিশ্চিত করবে বলে মৃতার পরিবারকে আশ্বস্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা দিল্লির সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন । মন্ত্রী অতীশী ওই পরিবারের সঙ্গে দেখা করবেন ৷"