পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে বায়ুদূষণে প্রথম দিল্লি - রাজধানী শহর

দূষণের ক্ষেত্রে বিশ্বের রাজধানী শহরগুলির মধ্য়ে সবার প্রথমে রয়েছে দিল্লি ৷ এমনই তথ্য উঠে এসেছে বিশ্ব বায়ুদূষণের প্রকাশিত নয়া পরিসংখ্যানে ৷ যদিও ভারতের অন্যান্য শহরগুলি এদিক থেকে অনেকটাই উন্নত অবস্থায় এসেছে বলে সেই রিপোর্ট উল্লেখ করা হয়েছে ৷

delhi-most-polluted-capital-city-globally
বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে বায়ুদূষণে প্রথম দিল্লি

By

Published : Mar 17, 2021, 6:05 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ : বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে বায়ুদূষণের নিরিখে সবার উপরে দিল্লি ৷ মঙ্গলবার প্রকাশ হওয়া বিশ্ব বায়ুদূষণ সূচকে এমনই তথ্য দেওয়া হয়েছে ৷ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2020 অনুযায়ী বিশ্বের 50 টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে বাংলাদেশ, চিন, ভারত এবং পাকিস্তানের 49 টি শহর রয়েছে ৷ দেশের ব়্যাঙ্কিং অনুযায়ী, বায়ুদূষণের ক্ষেত্রে বাংলাদেশ অবস্থা সবচেয়ে খারাপ ৷ তারপরেই রয়েছে পাকিস্তান এবং ভারত ৷ আর বিশ্বের রাজধানী শহরগুলির মধ্যে দিল্লির অবস্থা ভয়াবহ বলে উল্লেখ করেছে ৷

তবে, দিল্লির বাইরে ভারতের অন্যান্য শহরগুলি বায়ুদূষণ বেশ সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে ৷ যেখানে 2019 সালের পর থেকে শহরগুলিতে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা গিয়েছে বলে 63 শতাংশ রিপোর্ট জমা পড়েছে ৷ তবে, এই উন্নতির হার অনেক কম ৷ ন্যাশনাল ক্লিন এয়ার পরিকল্পনার উদ্যোগে এই সাফল্য আসতে শুরু করেছে ৷ 2019 সালের জানুয়ারি মাসে এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছে ৷ এর পর বাংলাদেশ এবং উলানবাতার এমনই পদক্ষেপ নিয়েছে ৷

আরও পড়ুন :বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় স্থানে পাকিস্তান, 3 নম্বরে ভারত

ন্যাশনাল ক্লিন এয়ার পরিকল্পনায় 2024 সালের মধ্যে 20-30 শতাংশ দূষণ কমানোর লক্ষ্যমাত্রা রয়েছে পরিবেশ মন্ত্রকের ৷ যেখানে দূষণের সূচকে 2.5 পিএম কমানো হবে ৷ ভারতে বায়ুদূষণ হয় গাড়ির ধোঁয়া, জৈব গ্যাসের ধোঁয়া, বিদ্যুৎ উৎপাদন, কলকারখানা, নির্মাণ শিল্প, বজ্র এবং চাষের জমির বজ্র পোড়ানো থেকে ৷ এইসব দূষণের উৎসগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পরিবেশ মন্ত্রক ৷ যার জন্য একাধিক পরিবেশ বান্ধব পরিকল্পনা

ABOUT THE AUTHOR

...view details