নয়াদিল্লি, 28 ফেব্রুয়ারি:মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন আবগারি মামলায় ধৃত দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)৷ উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের মন্ত্রিসভায় একাধিক দফতরের দায়িত্বে ছিলেন তিনি ৷ অর্থ দফতরের দায়িত্বেও ছিলেন সিসোদিয়া ৷ একইসঙ্গে মঙ্গলবার দিল্লি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন জেলবন্দি আরেক আপ নেতা সত্যেন্দ্র জৈন ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁদের 2 জনের ইস্তফাই গ্রহণ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)৷
উল্লেখ্য, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় রবিবারই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর হাতে গ্রেফতার হন মণীশ সিসোদিয়া ৷ মন্ত্রীসভায় শুধুমাত্র কেজরিওয়ালের ডেপুটিই নয়, দলেও তিনি আপ প্রধানের ডান হাত বলে পরিতচিত ছিলেন ৷ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁকে দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ মোট 18টি দফতরের দায়িত্বে ছিলেন তিনি ৷ এমনকি দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন গত বছর মে মাসে গ্রেফতার হওয়ার পর তাঁর দফতরের দায়িত্বও সিসোদিয়াকেই দিয়েছিলেন কেজরিওয়াল ৷