পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিমানে বোমা, ভুয়ো ফোনের আতঙ্কে ঘুম উড়ল পুলিশের

এদিন 22 বছর বয়সী একটি যুবককে গ্রেফতার করেছে পুলিশ । দিল্লি থেকে পাটনা যাওয়ার ফ্লাইটে ছিলেন তিনি । পুলিশকে ভুয়ো তথ্য দেওয়ার জন্য তাঁকে গ্রেফতার করা হয় । যুবকটি বিমানটিতে একটি বোমা রয়েছে বলে ফোনকল করে পিসিআরকে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় যুবকটি মানসিক অবসাদগ্রস্ত । পরবর্তী সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পরে নেওয়া হবে।

বিমানে বোম! ভুয়ো ফোনের আতঙ্কে ঘুম উড়ল পুলিশের
বিমানে বোম! ভুয়ো ফোনের আতঙ্কে ঘুম উড়ল পুলিশের

By

Published : Jun 14, 2021, 5:13 PM IST

নিউ দিল্লি, ১৪ জুন : পুলিশকে ভুয়ো তথ্য দেওয়ার জন্য এদিন 22 বছর বয়সী একটি যুবককে গ্রেফতার করা হয়েছে। তিনি দিল্লি থেকে পাটনা যাওয়ার ফ্লাইটের যাত্রী ছিলেন। ছেলেটির নাম আকাশদীপ । পুলিশের দাবি, যুবকটি মানসিক রোগে আক্রান্ত। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, বিমানটি ছাড়ার পর যুবকটি ফোনকল করে পিসিআরকে ।

প্রাথমিক তদন্তের পর জানা যায় ছেলেটি মানসিকভাবে অসুস্থ এবং তার বাবার সঙ্গে পাটনা যাচ্ছিল চিকিৎসার জন্য। ওই অফিসার বলেন, " চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র আমাদের কাছে এসেছে আমরা তা খতিয়ে দেখছি এবং পরবর্তী সব সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদ করার পরেই নেওয়া হবে।’’

আরও পড়ুন...মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনায় 4 জনের মৃত্যু

তিনি জানান, বিমানটিতে আরও 48 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের তৎক্ষণাৎ অন্য এয়ারক্রাফটে স্থানান্তরিত করা হয় এবং পরে ওই এয়ারক্রাফটিকে পুরো পরীক্ষা করা হয়।

ABOUT THE AUTHOR

...view details