পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভয়ঙ্কর করোনা, মহারাষ্ট্র ও দিল্লিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

আজ দিল্লিতে 12 হাজার 649 জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় দিল্লিতে 99 হাজার করোনা টেস্ট করানো হয়েছে ৷

মহারাষ্ট্র ও দিল্লিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ
মহারাষ্ট্র ও দিল্লিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

By

Published : Apr 16, 2021, 10:50 PM IST

নয়াদিল্লি, 16 এপ্রিল : মহারাষ্ট ও দিল্লিতে একদিনে রেকর্ড করোনা সংক্রমণ ৷ টানা দ্বিতীয় দিনও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 2 লাখের গণ্ডি ৷ সরকারি তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 486 জন লোক ৷ অন্যদিকে মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন 63 হাজার 729 জন লোক ৷

দেশের রাজধানীতে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 141 জনের ৷ যা দিল্লিতে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷ দিল্লিতে বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা 61 হাজার ৷ তবে সুস্থতার হারও বেড়েছে ৷ দিল্লিতে সুস্থ হওয়ার রেট 90.94 শতাংশ ৷

আজ দিল্লিতে 12 হাজার 649 জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় দিল্লিতে 99 হাজার করোনা টেস্ট করানো হয়েছে ৷

তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে 398 জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে ৷ মহারাষ্ট্রের মধ্যে পুনেতে একদিনে 11 হাজার 47টি কেস ধরা পড়েছে ৷ মৃত্যু হয়েছে 47 জনের ৷

আরও পড়ুন :দেশে অক্সিজেনের ভাঁড়ার নিয়ে খোঁজ প্রধানমন্ত্রীর, উৎপাদন ও আমদানির নির্দেশ

মহারাষ্ট্র ও দিল্লিতে ইতিমধ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে ৷ এছাড়া সপ্তাহন্তে লকডাউন ঘোষণাও করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details