নয়াদিল্লি, 24 নভেম্বর: জামা মসজিদে ঢুকতে পারবেন না মহিলারা । এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ । প্রধান প্রবেশদ্বারে ঢোকার আগেই ঝোলানো হয়েছে ওই বিজ্ঞপ্তি (Delhi Jama Masjid bans entry of girls)। তাতে লেখা রয়েছে, "জামা মসজিদে মহিলারা প্রবেশ করতে পারবেন না । একা বা একাধিক মহিলাদের মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।"
যদিও এই বিজ্ঞপ্তি জারি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই শাহি ইমাম জানিয়ে দিয়েছেন, 'যেই মহিলারা প্রার্থনা করতে আসবেন, তাঁরা এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ।' একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে ।