নয়াদিল্লি, 16 ডিসেম্বর: অতিক্রম করেছিল নৃশংসতার চরমসীমা ৷ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল দিল্লির নির্ভয়া গণধর্ষণকাণ্ড । 2012 সালে 16 ডিসেম্বর সেই হাড়হিম ঘটনার আজ 11 বছর ৷ এর মধ্যে বদল ঘটেছে দিল্লির সরকারের ৷ বিচার ব্যবস্থায় এসেছে পরিবর্তন ৷ কিন্তু এতকিছুর পরেও দিল্লিতে বসবাসকারী মহিলাদের উপর হওয়া অপরাধের কোনও শেষ নেই । বরং দিন দিন তা বেড়েই চলেছে ৷ আমরা এটা বলছি না, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর এক রিপোর্টে এ কথা বলা হয়েছে ।
মহিলাদের বিরুদ্ধে অপরাধে শীর্ষে দিল্লি: 11 বছর আগে আজকের দিনেই নির্ভয়াকে 6 জন গণধর্ষণ করে একটি চলন্ত বাস থেকে ফেলে দিয়েছিল দিল্লির রাস্তায় । 29 ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ নির্ভয়ার মৃত্যুতে তোলপাড় হয়ে উঠছিল দেশ। বিভিন্নমহলে প্রতিবাদের ঝড় উঠেছিল ৷ গর্জে উঠেছিল শাসক থেকে বিরোধীরা ৷ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ নির্ভয়ার অপরাধীদের কঠোর শাস্তির দাবি ওঠে ৷ ফাস্ট ট্র্যাক কোর্ট, দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে সাড়ে সাত বছর ধরে মামলার শুনানির পর অবশেষে 20 মার্চ 2020 সালে নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেওয়া হয় ৷ কিন্তু আজও দেশের 19টি মহানগরের মধ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলায় শীর্ষে রয়েছে দিল্লি ।
2022 সালে আরও বাড়ে মামলা: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুসারে, দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধ 2021 সালের তুলনায় 2022 সালে হ্রাস পাওয়ার পরিবর্তে বেড়েছে। দেশের 19টি মেট্রোপলিটন শহরের মধ্যে দিল্লি টানা তিন বছর মহিলাদের বিরুদ্ধে অপরাধের শীর্ষে থাকে । 2021 সালে প্রতিদিন দুটি মহিলাকে ধর্ষণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে ৷ যার সংখ্যা 2022 সালে বেড়ে হয়েছে তিনটি । আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে 2021 সালে মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ছিল 13 হাজার 892, যা 2022 সালে বেড়ে দাঁড়ায় 14 হাজার 158 ।