পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এক দেশ, এক রেশন কার্ড : আপ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার অভিযোগ - লকডাউন

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকেরা দেশের যেখানেই থাকুন, রেশন কার্ড না থাকলেও তাঁরা যেন রেশন পান ৷ তাই one nation, one ration card (ONORC) আর দুয়ারে রেশনের প্রস্তাব দিয়েছিল দিল্লির কেজরিওয়াল সরকার ৷ এই প্রস্তাবে নাকি সুপ্রিম কোর্টকে ভুল বোঝাচ্ছে দিল্লির আপ সরকার, অভিযোগ কেন্দ্রীয় সরকারের ৷

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

By

Published : Jun 15, 2021, 11:58 AM IST

নয়া দিল্লি, 15 জুন : এক দেশ, একটাই রেশন কার্ড (one nation, one ration card, ONORC) নিয়ে সুপ্রিম কোর্টকে ভুল পথে চালিত করছে দিল্লির সরকার ৷ কেজরিওয়াল সরকারের দিল্লিতে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতাবিরোধ চলছে ৷ এই প্রসঙ্গে সোমবার আদালতকে কেন্দ্রীয় সরকার এই কথা জানিয়ে অভিযোগ করে যে, আম আদমি পার্টি (আপ) সরকার এই প্রকল্প শুধুমাত্র দিল্লির কিছু নির্দিষ্ট অঞ্চলে চালু করেছে, সব জায়গায় হচ্ছে না ৷

করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউনে সমস্যায় রয়েছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা ৷ নিজের ঘর ছেড়ে দেশের যে প্রান্তেই তাঁরা থাকুন না কেন, সেখানে রেশন কার্ড রেজিস্ট্রেশন না করা থাকলেও তাঁদের খাবারের বন্দোবস্ত যাতে নিশ্চিত করা যায়, তাই এক দেশ, একটি রেশন কার্ড (ONORC) প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত ৷ শুক্রবার রায়ে সুপ্রিম কোর্ট অসম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় আর দিল্লিকে এই প্রকল্প চালু করার জন্য বলে ৷ জুনের শুরুতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চায় যে, এখনও ভিন রাজ্যে যাওয়া অংসগঠিত শ্রমিকদের তথ্য নথিভুক্তিকরণের জাতীয় পোর্টাল খোলা হয়নি কেন ৷

আরও পড়ুন : Corona in India : করোনায় স্বস্তি, দেশে আরও কমল দৈনিক সংক্রমণ; কমল মৃত্যুও

লকডাউনে বহু শ্রমিক কাজ হারিয়েছেন, ওএনওআরসি-র ফলে 72 লক্ষ শ্রমিক উপকৃত হবেন জানিয়েছিল দিল্লি সরকার ৷ কিন্তু মাসের শুরুতে কেন্দ্রীয় সরকার দিল্লির দুয়ারে রেশনের এই প্রস্তাব আটকে দেয় ৷ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রকল্প বাস্তবায়নের জন্য সাহায্য চেয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কিন্তু কেন্দ্র আপ সরকারকে রেশনে কালোবাজারি করছে বলে অভিযুক্ত করে ৷

রবিবার, দিল্লি সরকার জানিয়েছে তারা রেশন কার্ড নেই এমন 4.5 লক্ষ মানুষকে এই নতুন প্রকল্পের আওতায় রেশন দিয়েছে ৷ 5 জুন থেকে শুরু হওয়া এই প্রকল্পে রেশন কার্ড না থাকলে আধার কার্ডের মাধ্যমে রেশন পাওয়া যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details