নয়া দিল্লি, 15 জুন : এক দেশ, একটাই রেশন কার্ড (one nation, one ration card, ONORC) নিয়ে সুপ্রিম কোর্টকে ভুল পথে চালিত করছে দিল্লির সরকার ৷ কেজরিওয়াল সরকারের দিল্লিতে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতাবিরোধ চলছে ৷ এই প্রসঙ্গে সোমবার আদালতকে কেন্দ্রীয় সরকার এই কথা জানিয়ে অভিযোগ করে যে, আম আদমি পার্টি (আপ) সরকার এই প্রকল্প শুধুমাত্র দিল্লির কিছু নির্দিষ্ট অঞ্চলে চালু করেছে, সব জায়গায় হচ্ছে না ৷
করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউনে সমস্যায় রয়েছেন ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা ৷ নিজের ঘর ছেড়ে দেশের যে প্রান্তেই তাঁরা থাকুন না কেন, সেখানে রেশন কার্ড রেজিস্ট্রেশন না করা থাকলেও তাঁদের খাবারের বন্দোবস্ত যাতে নিশ্চিত করা যায়, তাই এক দেশ, একটি রেশন কার্ড (ONORC) প্রয়োগ করার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত ৷ শুক্রবার রায়ে সুপ্রিম কোর্ট অসম, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় আর দিল্লিকে এই প্রকল্প চালু করার জন্য বলে ৷ জুনের শুরুতে সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে জবাব চায় যে, এখনও ভিন রাজ্যে যাওয়া অংসগঠিত শ্রমিকদের তথ্য নথিভুক্তিকরণের জাতীয় পোর্টাল খোলা হয়নি কেন ৷