নয়াদিল্লি/ পটনা, 10 জুন : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনের উপর কোনও চলচ্চিত্র বা ডকুমেন্টারি তৈরিতে স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন তাঁর বাবা ৷ দিল্লি হাইকোর্টে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সঞ্জীব নরুলা । আদালত গত 2 জুন এই সিদ্ধান্ত জানায় ৷ তার বিরোধিতা করেই সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিং সুপ্রিম কোর্টে যাবেন বলে জানান সংবাদমাধ্যমকে ৷
শুনানি চলাকালীন 'শশাঙ্ক' চলচ্চিত্রের নির্মাতাদের পক্ষে আইনজীবী এপি সিং দাবি করেন, সুশান্ত সিং রাজপুতের জীবনের সঙ্গে এই ছবির কোনও সম্পর্ক নেই । গত 22 এপ্রিল ছবিটির প্রযোজক আদালতে নিজেদের জবাব দায়ের করেন । তাঁদের দাবি, এ ধরনের সিনেমা তৈরি হওয়া উচিত । এপি সিং জানান, ছবিটির নাম এবং চরিত্রগুলির নাম সুশান্ত সিং রাজপুত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কোনও মিল নেই ৷ সুশান্তের মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সমস্ত মামলা মুম্বইয়ে চলছে ৷ দিল্লি হাইকোর্টের এই সংক্রান্ত শুনানির কোনও মানে হয় না ৷ পাশাপাশি অভিনেতার পরিবার এই ঘটনার মাধ্যমে মিডিয়ায় নিজেদের প্রচার করার চেষ্টা করছেন ৷