নয়াদিল্লি, 30 জুলাই:ঘটনার 6 বছর পর মামলার দু'পক্ষকে অনন্য শাস্তি আদালতের ৷ তাদের রাজধানী দিল্লিতে 200টি করে গাছ লাগানোর নির্দেশ দেওয়া হল ৷ এমনই নির্দেশ দিল্লি হাইকোর্টের ৷ বিচারপতি দীনেশ কুমার শর্মার সিঙ্গল বেঞ্চ মামলার দু'পক্ষকে নিজ নিজ এলাকায় 200টি করে চারা রোপণ করতে এবং আগামী 5 বছরের জন্য সেগুলির যত্ন নিতে বলেছেন । আদালত জানিয়েছে, এভাবে উভয়পক্ষই নিজেদের ভেতরের নেতিবাচকতা দূর করে ইতিবাচক চিন্তাভাবনা করতে পারবে ।
প্রসঙ্গত, বর্ষার জলে দ্রুত বেড়ে ওঠে চারা গাছ ৷ তাই রাজধানী দিল্লিতে বিভিন্ন বিভাগের তরফে এই সময় বৃক্ষরোপণ করা হচ্ছে । রাজধানীকে সবুজ করতে উদ্যোগী হচ্ছে সামাজিক সংগঠনগুলি । এবার তারই মাঝে রাজধানীতে সবুজায়নের জন্য অনন্য নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট । একটি মামলায় উভয়পক্ষকে 200টি করে গাছ লাগাতে বলা হয় ৷ এরপর সেই মামলাটি বাতিল হয়ে যায় ।