পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi HC on OTT: সোশাল মিডিয়া-ওটিটিতে কনটেন্ট নিয়ন্ত্রণে কী পদক্ষেপ ? কেন্দ্রকে জানাতে সময় দিল দিল্লি হাইকোর্ট - ওটিটি প্ল্যাটফর্ম

সোশাল মিডিয়া ও ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ করেছে কেন্দ্র ? তা জানানোর জন্য কেন্দ্রকে সময় দিল দিল্লি হাইকোর্ট ৷

social media, OTT platforms ETV bHarat
সোশাল মিডিয়া-ওটিটি

By

Published : Apr 17, 2023, 7:27 PM IST

Updated : Apr 18, 2023, 7:17 AM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল: সোশাল মিডিয়া এবং ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলির বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি করা হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রকে জানাতে সময় দিল দিল্লি হাইকোর্ট ৷ এর আগে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে তথ্য ও প্রযুক্তি নিয়ম 2021-এর বিধি ও আইন কঠোরভাবে প্রয়োগ করার জন্য পদক্ষেপ করতে বলেছিল হাইকোর্ট ৷

কেন্দ্রীয় সরকারের স্থায়ী কৌঁসুলি মনিকা অরোরা, যিনি আদালতে উপস্থিত ছিলেন, তাঁকে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নোটিশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ কারণ এই সমস্যাটির সঙ্গে জড়িত ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক । তিনি উত্তর দাখিলের জন্য কিছু সময় চেয়েছেন ৷ বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা 12 এপ্রিলের এক আদেশে এ কথা বলেছেন । আদালত বিষয়টিকে 25 এপ্রিল পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে ।

হাইকোর্ট এমন একটি বিষয় নিয়ে কাজ করছে যেখানে নিয়ম ও নির্দেশিকা প্রণয়নের কথা বলা হয়েছে । সোশাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ন্ত্রণ জরুরি বলে জানিয়েছে হাইকোর্ট । আদালত পাবলিক ডোমেনে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অশ্লীল ভাষার ব্যবহার বন্ধ করার উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তায় কথা বলেছে, যা কোমল বয়সের শিশুদের জন্যও উন্মুক্ত রয়েছে ।

টিভিএফ ওয়েব সিরিজ কলেজ রোমান্স-এ ব্যবহৃত ভাষার তীব্র সমালোচনা করে হাইকোর্ট বলেছে যে, অশ্লীল ভাষার ব্যবহার মহিলাদের অবমাননা করে, যার ফলে তাঁরা নিজেদের অবমাননার শিকার বলে মনে করতে পারেন, কারণ অপমানজনক এবং অশ্লীল ভাষা মহিলাদের যৌনতার বস্তু হিসেবে তুলে ধরে ।

আদালতের কথায়, সোশাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মগুলিতে বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য উপযুক্ত আইন, নির্দেশিকা এবং নিয়ম প্রণয়নের জন্য অন্যান্য অনেক দেশের মতো ভারত যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তাতে মনোযোগ দেওয়া জরুরি । সিরিজের কয়েকটি এপিসোড দেখার পরে, আদালত সেখানে দিব্যি শব্দের অত্যধিক ব্যবহার, অশ্লীল ভাষা এবং অশ্লীল অপমানজনক শব্দ খুঁজে পেয়েছে এবং বিচারককে চেম্বারে ইয়ারফোনের সাহায্যে পর্বগুলি দেখতে হয়েছিল ৷ কারণ যে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়েছিল তা আশেপাশের লোকদের সামনে শোনা যেত না ৷

আরও পড়ুন:ওটিটি প্ল্যাটফর্মে আপত্তিজনক ভাষা ও অশ্লীল বিষয়বস্তু, কড়া হুঁশিয়ারি অনুরাগ ঠাকুরের

Last Updated : Apr 18, 2023, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details