নয়াদিল্লি, 17 এপ্রিল: সোশাল মিডিয়া এবং ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলির বিষয়বস্তু নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি করা হয়েছে, সে সম্পর্কে কেন্দ্রকে জানাতে সময় দিল দিল্লি হাইকোর্ট ৷ এর আগে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে তথ্য ও প্রযুক্তি নিয়ম 2021-এর বিধি ও আইন কঠোরভাবে প্রয়োগ করার জন্য পদক্ষেপ করতে বলেছিল হাইকোর্ট ৷
কেন্দ্রীয় সরকারের স্থায়ী কৌঁসুলি মনিকা অরোরা, যিনি আদালতে উপস্থিত ছিলেন, তাঁকে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নোটিশ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে ৷ কারণ এই সমস্যাটির সঙ্গে জড়িত ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক । তিনি উত্তর দাখিলের জন্য কিছু সময় চেয়েছেন ৷ বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা 12 এপ্রিলের এক আদেশে এ কথা বলেছেন । আদালত বিষয়টিকে 25 এপ্রিল পরবর্তী শুনানির জন্য তালিকাভুক্ত করেছে ।
হাইকোর্ট এমন একটি বিষয় নিয়ে কাজ করছে যেখানে নিয়ম ও নির্দেশিকা প্রণয়নের কথা বলা হয়েছে । সোশাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের বিষয়বস্তু নিয়ন্ত্রণ জরুরি বলে জানিয়েছে হাইকোর্ট । আদালত পাবলিক ডোমেনে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অশ্লীল ভাষার ব্যবহার বন্ধ করার উপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তায় কথা বলেছে, যা কোমল বয়সের শিশুদের জন্যও উন্মুক্ত রয়েছে ।