নয়াদিল্লি, 7 মার্চ : দিল্লি হাইকোর্টে খারিজ হয়ে গেল পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা (Delhi High Court dismisses plea of former West Bengal Chief Secretary Alapan Bandyopadhyay) ৷ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (Central Administrative Tribunal) বা ক্যাটের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেছিলেন আলাপন ৷ সোমবার সেই মামলা খারিজ হয়ে গেল ৷
গত 25 ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন প্যাটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ তখনই আদালত জানিয়েছিল যে, মামলার রায় সংরক্ষিত করা হচ্ছে ৷ সোমবার আদালত ক্যাটের সিদ্ধান্ত বহাল রাখল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গোটা ঘটনার সূত্রপাত গত বছরের মে মাসে ৷ সেই সময় ঘূর্ণিঝড় যশে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ৷ পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ পরিদর্শনের পর তিনি কলাইকুন্ডা বিমানঘাঁটিতে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বৈঠক করেন ৷