পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানসিক স্বাস্থ্য বিবেচনা করে 29 সপ্তাহের প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল্লি হাইকোর্টের

Delhi High Court: স্বামী মারা যাওয়ায় মানসিক ভাবে বিপর্যস্ত এক মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ তাঁর গর্ভাবস্থার বয়স 29 সপ্তাহ ৷ আদালত এইমসকে এই গর্ভাপাত করানোর নির্দেশ দিয়েছে ৷

Delhi High Court
Delhi High Court

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:59 PM IST

নয়াদিল্লি, 5 জানুয়ারি: 29 সপ্তাহের প্রসূতিকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ জানা গিয়েছে, ওই মহিলা বিধবা ৷ তিনি মানসিক অবসাদে ভুগছেন ৷ গর্ভাবস্থার দরুণ তাঁর মানসির স্বাস্থ্যে আগামিদিনে আরও খারাপ প্রভাব পড়তে পারে, সেই কারণে শুক্রবার আদালত এই নির্দেশ দিয়েছে ৷

এ দিন এই রায় দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ ৷ আদালতের নির্দেশ অনুযায়ী, নয়াদিল্লির এইমস হাসপাতালে এই গর্ভপাত করাতে হবে ৷ যেহেতু 24 সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তাই বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এইমস কর্তৃপক্ষ ৷

একই সঙ্গে আদালত জানিয়ে, কোনও মহিলার যেমন গর্ভধারণের অধিকারের সঙ্গে সন্তান জন্ম না দেওয়ার অধিকারও অন্তর্ভুক্ত রয়েছে ৷ আর এই নির্দেশ শুধুমাত্র এই ঘটনার পরিস্থিতি বিচার করে দেওয়া হয়েছে ৷ এটাকে একটি নজির হিসেবে অন্য সময় ব্যবহার করা যাবে না ৷

সংশ্লিষ্ট মহিলা গত বছর ফেব্রুয়ারিতে বিয়ে করেন ৷ গত 19 অক্টোবর ওই মহিলার স্বামী মারা যান ৷ তার পর তিনি বাপেরবাড়িতে চলে আসেন ৷ সেখানেই গত 31 অক্টোবর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন ৷ স্বামী মারা যাওয়ার কারণে তিনি মাসনিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন ৷ সেই কারণে তিনি ঠিক করেন যে গর্ভপাত করাবেন ৷

কিন্তু ততদিনে তাঁর গর্ভাবস্থার 24 সপ্তাহ পেরিয়ে গিয়েছে ৷ 24 সপ্তাহের পর গর্ভপাতের অনুমতি পাওয়া যায় না ৷ ফলে তিনিও তা পাননি ৷ সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হন ৷ এইএমসে মেডিক্যাল বোর্ড তৈরি হয় ৷ সেই মেডিক্যাল বোর্ড জানায় মানসিক দিক থেকে এই গর্ভাবস্থা ওই মহিলার জন্য হানিকারক হতে পারে ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 26 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি দিল না সুপ্রিম কোর্ট
  2. 29 সপ্তাহের গর্ভাবস্থায় বিশেষভাবে সক্ষম ধর্ষিতাকে গর্ভপাতের অনুমতি বম্বে হাইকোর্টের
  3. ২৯ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

ABOUT THE AUTHOR

...view details