পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Abortion: ভ্রূণের মধ্যে বাসা বেঁধেছে জটিল রোগ, ছ’মাসের গর্ভবতী মহিলাকে গর্ভপাতে অনুমতি দিল্লি হাইকোর্টের

গর্ভধারণের পর পরীক্ষা করাতে গেলে চিকিৎসকরা জানতে পারেন, ওই মহিলার গর্ভের সন্তান ‘মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনিজ’ রোগে আক্রান্ত , যাতে ভ্রূণের মধ্যে কিডনির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে ৷ ছোট, বড় নানা আকারের টিউমার গজিয়ে ওঠে ৷

Delhi High Court allows ২০ weeks pregnant woman to undergo abortion on the medical ground of health
ছ’মাসের গর্ভবতী মহিলাকে গর্ভপাতে অনুমতি

By

Published : Oct 18, 2021, 7:55 PM IST

নয়াদিল্লি, 18 অক্টোবর: গর্ভধারণের পর পেরিয়ে গিয়েছে ছ’মাস ৷ কিন্তু ভ্রূণের মধ্যে ধরা পড়েছে কঠিন রোগ, যা সেরে যাওয়ার কোনও সম্ভাবনা নেই । তাই পরিস্থিতি বিবেচনা করে ছ’মাসের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট ৷ তবে তার আগে ওই মহিলা শারীরিক এবং মানসিকভাবে গর্ভপাতের জন্য প্রস্তুত বলে চিকিৎসকদের লিখিত দিতে হয়েছে আদালতে ৷

24 বছর বয়সি ওই মহিলা দিল্লি কনাট প্লেসের লেডি হার্ডিং মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন ছিলেন ৷ গর্ভধারণের পর পরীক্ষা করাতে গেলে চিকিৎসকরা জানতে পারেন, ওই মহিলার গর্ভের সন্তান ‘মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনিজ’ রোগে আক্রান্ত , যাতে ভ্রূণের মধ্যে কিডনির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে ৷ ছোট, বড় নানা আকারের টিউমার গজিয়ে ওঠে ৷

আরও পড়ুন:Assam Terror Threat : মুসলিম উচ্ছেদ নিয়ে অসমকে তাতিয়ে তোলার চেষ্টায় আল কায়দা-আইসিস, তটস্থ হিমন্ত সরকার

তবে এখানেই শেষ নয়, কিডনি এবং তার মধ্যে থাকা টিউমারের অস্বাভাবিক বৃদ্ধিতে ফুসফুস পূর্ণাঙ্গ আকার পায় না ৷ স্বাভাবিকভাবে কাজও করতে পারে না ফুসফুস ৷ তাতে যদিও বা বাচ্চা প্রসব করেন মা, জন্মের পর শিশুর ফুসফুস ঠিক মতো কাজই করবে না ৷ শ্বাসকষ্ট শুরু হবে, খাওয়ানো যাবে না, শ্রবণ শক্তিও লোপ পাবে ৷ শুধু তাই নয় শিশুর বৃদ্ধিও এতে প্রভাবিত হবে ৷

তাই আলট্রা সাউন্ড-সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় চিকিৎসকেরা ভ্রূণের মধ্যে এই রোগের হদিশ পেলে গত 21 সেপ্টেম্বর আদালতের দ্বারস্থ হন ওই মহিলা ৷ হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণও আদালতে তুলে ধরেন তাঁর আইনজীবী স্নেহা মুখোপাধ্যায় ৷ চিকিৎসাজনিত কারণ দেখিয়ে গর্ভপাতের অনুমতি চান । নিজের মক্কেলের হয়ে তিনি আদালতে জানান, যদি সন্তান প্রসবও করেন ওই মহিলা, শিশুটির প্রাণের ঝুঁকি তো রয়েইছে, জন্মানোর পরও কোনও দিন সুস্থভাবে বাঁচতে পারবে না সে ৷

আরও পড়ুন:Rail Roko India : আজ দেশজুড়ে ছয় ঘন্টার 'রেল রোকো' কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার

কিন্তু সব শুনেও সেই সময় আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ৷ গত 11 অক্টোবর হাসপাতাল কর্তৃপক্ষ আদালতে তা জমা করেন ৷ তা যাচাই করে দেখে দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাল্লি ওই মহিলাকে গর্ভপাতে অনুমতি দেন । এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকারও প্রশংসা করেন বিচারপতি ।

ABOUT THE AUTHOR

...view details