নিউদিল্লি, 29 এপ্রিল: "এখন আমাদের কাছে ভ্যাকসিন নেই", সরাসরি জানিয়ে দিলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন ৷ আর দু'দিন পরেই ফেজ-থ্রি-র জাতীয় ভ্যাকসিন প্রক্রিয়াকরণ শুরু হবে৷ তার আগেই ভ্যাকসিনের আশায় দিন গোনা মানুষের কাছে রাজ্যের অবস্থা পরিষ্কার করে দিলেন তিনি ৷
"আমাদের কাছে ভ্যাকসিন নেই এখন ৷ আমরা কোম্পানিগুলির কাছে ভ্যাকসিন চেয়েছি, যখন আসবে তখন আপনাদের জানিয়ে দেব", বলেন জৈন ৷ এর সঙ্গে তিনি এও মনে করিয়ে দেন যে, ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন সরবরাহ করবে রাজ্যকে ৷
আরও পড়ুন: সিলিন্ডার ফেটে একই পরিবারের 6 জনের মৃত্য়ু দিল্লিতে
সোমবারই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর সরকার বিভিন্ন উৎপাদক সংস্থার কাছ থেকে 1.34 কোটি ভ্যাকসিন ডোজ পাওয়ার অনুমোদন দিয়েছে ৷ আজ ফের তিনি আধিরকারিকদের সঙ্গে বৈঠকে রাজ্যে মজুত ভ্যাকসিন নিয়ে আলোচনা করবেন ৷