পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Go First Flight Mid-Air Turbulence: মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল, আবারও জরুরি অবতরণ গো-এয়ার উড়ানের

মঙ্গলবার একইদিনে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে করতে বাধ্য হয়েছিল সংস্থার জোড়া বিমান ৷ এদিন যান্ত্রিক ত্রুটির কবলে না-পড়লেও মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল ধরায় জয়পুরে জরুরি অবতরণ করল দিল্লি থেকে গুয়াহাটিগামী গো-এয়ারের একটি বিমান (Delhi-Guwahati Go First flight diverted to Jaipur as windshield cracks mid-air) ৷

By

Published : Jul 20, 2022, 4:32 PM IST

Updated : Jul 20, 2022, 4:54 PM IST

Go First Flight Mid-Air Turbulence
আবারও জরুরি অবতরণ গো-এয়ার উড়ানের

নয়াদিল্লি, 20 জুলাই: দু'দিনে তিনবার ৷ মাঝ আকাশে ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হল গো-এয়ারের বিমান ৷ গতকাল অর্থাৎ, মঙ্গলবার একইদিনে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে করতে বাধ্য হয়েছিল সংস্থার জোড়া বিমান ৷ এদিন যান্ত্রিক ত্রুটির কবলে না-পড়লেও মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল ধরায় জয়পুরে জরুরি অবতরণ করল দিল্লি থেকে গুয়াহাটিগামী গো-এয়ারের একটি বিমান (Delhi-Guwahati Go First flight diverted to Jaipur as windshield cracks mid-air) ৷

অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টরেট জেনারেলের পক্ষ থেকে বুধবার গো-এয়ার বিমানের ত্রুটিপূর্ণ জরুরি অবতরণে কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ ইঞ্জিনে ত্রুটির কারণে গতকাল মুম্বই থেকে লেহগামী গো-এয়ার এ320 এয়ারক্র্যাফটের বিমান প্রথমে জরুরি অবতরণ করে দিল্লি বিমানবন্দরে ৷ এরপর একই এয়ারক্র্যাফটের শ্রীনগর-দিল্লি বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় শ্রীনগর বিমানবন্দরে ফিরে আসে ৷ কারণ ভিন্ন হলেও জোড়া বিমানের জরুরি অবতরণের ক্ষেত্রেই ইঞ্জিন বিকল হওয়ার তথ্য সামনে আসে ৷

আরও পড়ুন: এবার যান্ত্রিক ত্রুটির কবলে গো-এয়ার, একইদিনে জরুরি অবতরণ জোড়া বিমানের

ডিজিসিএ মঙ্গলবারই জানায় যে, জোড়া ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ নিয়ন্ত্রণাধীন সংস্থার অনুমতি না-পাওয়া পর্যন্ত বিমান দু'টি পুনরায় আকাশে উড়তে পারবে না বলেও জানানো হয় ৷ এদিকে লাগাতার বিমান পরিবহণ সংস্থাগুলো যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হতে থাকায় সম্প্রতি নড়েচড়ে বসেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও ৷ সোমবারই সমস্ত বিমান পরিবহণ সংস্থাগুলোর সিইও-দের সঙ্গে বৈঠকে বসেছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে খবর, বৈঠকে প্রত্যেক সংস্থার জন্য বরাদ্দ ছিল 30 মিনিট করে ৷ সেখানে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানানো হয়েছে ৷ ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন ওই বৈঠকে ৷

Last Updated : Jul 20, 2022, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details