নয়াদিল্লি, 20 জুলাই: দু'দিনে তিনবার ৷ মাঝ আকাশে ত্রুটির কারণে জরুরি অবতরণে বাধ্য হল গো-এয়ারের বিমান ৷ গতকাল অর্থাৎ, মঙ্গলবার একইদিনে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণে করতে বাধ্য হয়েছিল সংস্থার জোড়া বিমান ৷ এদিন যান্ত্রিক ত্রুটির কবলে না-পড়লেও মাঝ আকাশে উইন্ডশিল্ডে ফাটল ধরায় জয়পুরে জরুরি অবতরণ করল দিল্লি থেকে গুয়াহাটিগামী গো-এয়ারের একটি বিমান (Delhi-Guwahati Go First flight diverted to Jaipur as windshield cracks mid-air) ৷
অসামরিক বিমান পরিষেবার ডিরেক্টরেট জেনারেলের পক্ষ থেকে বুধবার গো-এয়ার বিমানের ত্রুটিপূর্ণ জরুরি অবতরণে কথা স্বীকার করে নেওয়া হয়েছে ৷ ইঞ্জিনে ত্রুটির কারণে গতকাল মুম্বই থেকে লেহগামী গো-এয়ার এ320 এয়ারক্র্যাফটের বিমান প্রথমে জরুরি অবতরণ করে দিল্লি বিমানবন্দরে ৷ এরপর একই এয়ারক্র্যাফটের শ্রীনগর-দিল্লি বিমান আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই পুনরায় শ্রীনগর বিমানবন্দরে ফিরে আসে ৷ কারণ ভিন্ন হলেও জোড়া বিমানের জরুরি অবতরণের ক্ষেত্রেই ইঞ্জিন বিকল হওয়ার তথ্য সামনে আসে ৷