নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: উৎসবের মরশুমের ঠিক আগে আতশবাজির উপর নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়িয়ে দিল দিল্লি সরকার ৷ দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই (Gopal Rai) জানিয়েছেন, 2023 সালের 1 সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীতে আতশবাজি (Firecrackers banned) তৈরি, তা মজুত করা, বিক্রি ও ফাটানোর উপর নিষেধাজ্ঞা জারি থাকবে ৷ এই নিয়ম লঙ্ঘন করা হলে দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি ও রাজস্ব দফতর কড়া ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি (Complete ban on firecrackers)৷
বুধবার দিল্লির পরিবেশমন্ত্রী (Delhi Environment Minister) গোপাল রাই টুইট করে জানিয়েছেন, "সব ধরনের আতশবাজি তৈরি, মজুত করা, বিক্রি ও তা ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে ৷" মানুষের জীবন যাতে সুরক্ষিত রাখা যায়, সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ জাতীয় রাজধানীতে অনলাইনে আতশবাজি কেনাবেচাও নিষিদ্ধ থাকছে বলে জানিয়েছেন দিল্লির পরিবেশমন্ত্রী ৷