পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অক্সিজেনের অভাবে মৃত্যু, তদন্তে 4 সদস্যের প্যানেল গড়তে আবেদন দিল্লি সরকারের - oxygen shortage

দিল্লিতে অক্সিজেনের অভাবে যেসব করোনা রোগীদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে ৷ সেই জন্য একটি 4 সদস্যের প্যানেল গঠন করা হচ্ছে ৷ সেই প্যানেলের অনুমোদন চেয়ে উপরাজ্যপালের কাছে আবেদন করেছে দিল্লির কেজরিওয়াল সরকার ৷

delhi-govt-formed-4-member-expert-panel-to-probe-deaths-due-to-oxygen-shortage-and-awaits-l-g-nod-manish sisodia
দিল্লিতে অক্সিজেনের ঘাটতিতে মৃত্যুতে 4 সদস্যের প্যানেল গঠন করতে উপ রাজ্যপালের কাছে আবেদন

By

Published : Jun 4, 2021, 7:39 PM IST

নয়াদিল্লি, 4 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে অনেকে প্রাণ হারিয়েছেন রাজধানী দিল্লিতে ৷ এনিয়ে সঠিকভাবে তদন্ত করতে 4 সদস্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে প্যানেল গঠনের কথা জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই প্যানেল গঠনের জন্য অনুমতি চেয়ে উপরাজ্যপালের কাছে আবেদন করা হয়েছে ৷ অনুমতি এসে গেলে 4 সদস্যের কমিটি তদন্ত করবে ৷ যেখানে দেখা হবে, কতজন করোনা আক্রান্ত রোগী অক্সিজেনের ঘাটতির কারণে মারা গিয়েছেন ৷ সেই তালিকা অনুযায়ী মৃতদের পরিজনদের আর্থিক সাহায্য করা হবে ৷

তিনি এও জানিয়েছেন, কমিটির তরফে সরকারকে সেই তথ্য জানিয়ে রিপোর্ট জমা করার পর তা উপরাজ্যপালের কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য ৷ আর তারপরেই যত দ্রুত সম্ভব সেই সাহায্য়ের টাকা অক্সিজেনের ঘাটতিতে করোনায় মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

a

আরও পড়ুন : শিশুদের জন্য যত দ্রুত সম্ভব ফাইজার টিকা আনা উচিত কেন্দ্রের : কেজরি

এক সাংবাদিক বৈঠকে মণীশ সিসোদিয়া জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের ব্যাপক ঘাটতি দেখা দিয়েছিল দিল্লি তথা সমগ্র দেশে ৷ বহু মানুষ তাঁদের কাছের জনকে হারিয়েছেন সেই সময় ৷ আর তাও শুধুমাত্র অক্সিজেনের অভাবে ৷ তাই দিল্লি সরকার সেই সব পরিবারগুলিকে আর্থিক সাহায্য করতে চায় ৷

ABOUT THE AUTHOR

...view details