পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ব্রিটেন ফেরত করোনা নেগেটিভদের জন্য উঠে যাচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন - কোভিড

আগে ব্রিটেন ফেরত যাত্রীরা করোনা নেগেটিভ হলেও এক সপ্তাহের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইনে থাকতে হত ৷ করোনার নতুন স্ট্রেন আটকাতেই এই পদক্ষেপ করা হয়েছিল ৷ 1 ফেব্রুয়ারি থেকে উঠে যাচ্ছে সেই প্রক্রিয়া ৷ এবার ব্রিটেন ফেরত করোনা নেগেটিভদের শুধুমাত্র 14 দিনের জন্য হোম কোয়ারানটাইনে থাকতে হবে ৷

Delhi government revised its order for UK flights passengers
ব্রিটেন ফেরত কোরোনা নেগেটিভদের জন্য উঠে যাচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন

By

Published : Jan 31, 2021, 1:44 PM IST

নয়া দিল্লি, 31 জানুয়ারি:করোনার নতুন স্ট্রেনের বাড়বাড়ন্ত রুখতে ব্রিটেন ফেরত যাত্রীদের উপর বেশ কিছু নিয়ম-নীতি আরোপ করেছে ভারত সরকার ৷ সময়ের সঙ্গে তাতে কয়েকটি পরিবর্তন এনেছে দিল্লির কেজরিওয়াল সরকার ৷

এর আগে, ব্রিটেন ফেরত সমস্ত যাত্রীকে বিমানবন্দরেই আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষা করাতে হত ৷ এর খরচ বহন করতে হত সংশ্লিষ্ট যাত্রীকেই ৷ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে সেই যাত্রীকে নির্দিষ্ট সময়ের জন্য প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হত ৷

আরও পড়ুন:দেশে সামান্য কমল দৈনিক সংক্রমণ

যাঁদের কোনও উপসর্গ থাকত না, তাঁদের প্রথম সাতদিনের জন্য থাকতে হত প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইনে ৷ তার পরের সাতদিন থাকতে হত হোম কোয়ারানটাইনে ৷ 31 জানুয়ারি রবিবার পর্যন্ত কার্যকর ছিল এই নিয়ম ৷ তবে এবার তাতে বদল আনা হয়েছে ৷ 1 ফেব্রুয়ারি থেকে ব্রিটেন ফেরত যেসব যাত্রীর আরটি-পিসিআর পদ্ধতিতে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবে, তাঁদের 14 দিনের জন্য শুধুমাত্র হোম কোয়ারানটাইনে থাকলেই চলবে ৷ বাধ্য়তামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন এবার থেকে তুলে দেওয়া হল ৷

ABOUT THE AUTHOR

...view details