পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Delhi Government on 83 Movie : দিল্লিতে করমুক্ত রণবীরের '83' - Delhi Government on 83 Movie

1983 সালে ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়ের গল্প নিয়ে তৈরি '83' সিনেমা নিয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার ৷ সম্পূর্ণ কর ছাড় দেওয়া হল রণবীর সিংয়ের এই ছবিটিকে ৷ (Delhi Government declares the 83 movie tax free)

Delhi Government on 83 Movie
'83' সিনেমাকে ট্যাক্স ফ্রি করে দিল দিল্লি সরকার

By

Published : Dec 22, 2021, 9:59 AM IST

দিল্লি, 22 ডিসেম্বর :ট্রেলার প্রকাশ্যে আসার পরেই যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছে কবীর খানের নতুন ছবি '83' ৷ 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ক্রিকেটে ভারতের প্রথম বিশ্বজয়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই ছবি ৷ নায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং ৷ এ পর্যন্ত সমস্তটাই সকলের জানা, তবে এবার এই ছবি নিয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি সরকার ৷ দিল্লিতে সম্পূর্ণভাবে করমুক্ত করে দেওয়া হল '83' সিনেমাটিকে (Delhi Government declares the 83 movie tax free) ৷

আগামী 24 ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে এই সিনেমা ৷ তার আগে ট্রেলার দেখার পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে ৷ সকলেই অপেক্ষা করছেন রুপোলি পর্দায় ক্রিকেটের সাদা কালো যুগের এই গল্প কেমন হতে চলেছে তা দেখার জন্য ৷ শুধু হিন্দি নয় মালায়ালাম, কন্নড়, তামিল এবং তেলুগু ভাষাতেও রিলিজ করছে এই ছবিটি ৷ রণবীরের সঙ্গেই ছবিতে কপিলের স্ত্রী রোমি দেবের ভূমিকায় অভিনয় করছেন দীপিকা পাডুকনও ৷ অর্থাৎ ফের একবার বাস্তবের এই জুটিকে সিনেমার পর্দায় দেখতে চলেছেন দর্শকরা ৷

আরও পড়ুন : ‘‘রোহিত, বিরাটকে 83-এর টিকিট পাঠিয়ে দেব’’: কপিল দেব

এছাড়াও ছবিতে বিভিন্ন ভূমিকায় দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, জিভা, তাহির রাজ ভাসিন, চিরাগ পাটিল, দীনকর শর্মা, নিশান্ত দাহিয়াদের মত একগুচ্ছ অভিনেতাদের ৷ সবমিলিয়ে ছবিটি নিয়ে এখন আলোচনা তুঙ্গে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details