নয়াদিল্লি, 5 জুন : বাড়ি বাড়ি রেশন দেওয়ার পরিকল্পনা করেছিল দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সরকার ৷ আগামী সপ্তাহ থেকেই এই প্রকল্প চালুর পরিকল্পনা করেছিল তারা ৷ কিন্তু কেন্দ্রীয় সরকার সেই পরিকল্পনা আটকে দিয়েছে ৷ শনিবার কেজরিওয়াল সরকারের তরফে এমনই অভিযোগ করা হয়েছে ৷
যদিও গত মার্চেই এই প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্বেগ প্রকাশ করেছিল ৷ তাদের আশঙ্কা, কেন্দ্রীয় যে আইনের জেরে একই দামে খাদ্যশস্য সাধারণ মানুষ কেনেন রেশন থেকে ৷ তার বদলে বেশি দামে কিনতে হতে পারে ৷ তাছাড়া ভর্তুকি দেওয়ার ক্ষেত্রে ও গ্রাহকের বায়োমেট্রিক ভেরিফিকেশনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছে কেন্দ্র ৷