নয়াদিল্লি, 20 এপ্রিল : করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী ৷ তাই ফের মাস্ক পরা বাধ্যতামূলক করল দিল্লি সরকার ৷ বুধবার দিল্লির আপ সরকার ঘোষণা করেছে, রাস্তাঘাটে বেরলে মাস্ক পরতেই হবে ৷ না-হলে 500 টাকা জরিমানা (Delhi Government announces wearing of masks mandatory as Covid surge in national capital) ৷
দিল্লির বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের (Delhi Disaster Management Authority, DDMA) আধিকারিকরা জানিয়েছেন, রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে বৈঠকে স্কুল বন্ধ না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে আলাদা এসওপি (Standard Operating Procedure) ঠিক করা হচ্ছে ৷ খুব শিগগিরি সরকার মাস্ক আবশ্যিক করা নিয়ে একটি সরকারি নির্দেশিকা প্রকাশ করবে ৷
আরও পড়ুন : Corona Update in India: করোনা সংক্রমণ বেড়ে 2 হাজারে, মৃত 40