পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kejriwal on ED Raids: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির - অরবিন্দ কেজরিওয়াল

3 মাসে 500 রেইড (Arvind Kejriwal) হয়েছে ৷ তবু কিছুই পাওয়া যায়নি ৷ দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় (Delhi Excise Policy case) আজ তিন রাজ্যের বিভিন্ন জায়গায় ফের ইডি হানা (ED raids) দেওয়ায় এ কথা বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal on ED Raids)৷

Delhi Excise Policy case: Arvind Kejriwal slams centre amid fresh ED raids
3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

By

Published : Oct 7, 2022, 1:44 PM IST

নয়াদিল্লি, 7 অক্টোবর: দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় (Delhi Excise Policy case) তিন রাজ্যের 35টি জায়গায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED raids)৷ ইডি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকেই দিল্লি, পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জায়গায় রেইড চলছে (Arvind Kejriwal)৷ এই রেইড নিয়ে ফের কেন্দ্রকে কটাক্ষ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Kejriwal on ED Raids)৷

এই মামলায় অভিযুক্ত সমীর মহেন্দ্রু বর্তমানে রয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে ৷ সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই এই মামলার সঙ্গে পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের যোগ পেয়েছেন গোয়েন্দারা ৷ তার পরেই এই মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত হায়দরাবাদের কয়েকজন ব্যবসায়ী ও নির্মাণকারীর বাড়িতে হানা দিয়েছে ইডি ৷

আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হওয়া দ্বিতীয় ব্যক্তি মহেন্দ্রু ৷ তবে এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি ইডির আধিকারিকরা ৷ এই মামলায় এই নিয়ে তৃতীয়বার রেইড করছে কেন্দ্রীয় সংস্থা ৷ এখনও পর্যন্ত শতাধিক জায়গায় হানা দেওয়া হয়েছে ৷ হায়দরাবাদের কোকাপেটের বাসিন্দা অরুণ রামচন্দ্র পিল্লাই অভিযুক্ত সরকারি কর্মচারী বিজয় নায়ারের কাছে প্রেরণের জন্য মহেন্দ্রুর কাছ থেকে অযৌক্তিক আর্থিক সুবিধা আদায় করতেন বলে অভিযোগ রয়েছে ৷ বেআইনি অর্থ পাচার মামলায় বর্তমানে নথি ও ডিজিটাল তথ্য-প্রমাণ সংগ্রহ করছে ইডি ৷

আরও পড়ুন:সিবিআইকে স্বাগত জানাচ্ছি, সিসোদিয়ার বাড়িতে রেইডে অবিচল কেজরি

ইডির আজকের হানার প্রেক্ষিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি টুইটে লিখেছেন, গত তিন মাসে 500 জায়গায় রেইড হয়েছে ৷ তিন মাস ধরে দিনরাত কাজ করে চলেছে 300-রও বেশি আধিকারিক ৷ মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে প্রমাণ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা ৷ তবে আবারও কিছু পাওয়া যায়নি ৷ কারণ কিছুই তো ঘটেনি ৷

কেজরির কথায়, "নোংরা রাজনীতির জন্য এই আধিকারিকরা তাঁদের মূল্যবান সময় নষ্ট করছেন ৷ এ ভাবে কেমন করে দেশের উন্নতি হবে ?"

ABOUT THE AUTHOR

...view details