নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: আবগারি মামলায় রবিবার দিল্লি উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে তলব করেছে সিবিআই ৷ কিন্তু কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত সময় চাইলেন তিনি ৷ কারণ হিসেবে জানিয়েছেন, এই মুহূর্তে তিনি দিল্লি সরকারের বাজেট তৈরির কাজ করছেন ৷ তাই ফেব্রুয়ারি মাসের শেষের আগে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না(Manish Sisodia Requests CBI to Defer Questioning on Excise Policy Case) ৷
মণীশ জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসের শেষে যেদিন তলব করা হবে সেদিনই সিবিআই দফতরে যাবেন ৷ কিন্তু, দিল্লি সরকারের অর্থমন্ত্রী হওয়ার কারণে, বাজেট তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর উপর রয়েছে ৷ সেই কারণেই তিনি সিবিআই-কে জিজ্ঞাসাবাদের তারিখ পিছতে অনুরোধ করেছেন ৷ তাঁর দাবি, তিনি সবসময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে সহযোগিতা করে চলার কথা বলেন ৷
উল্লেখ্য, মণীশের অনুরোধেই আবগারি সংক্রান্ত মামলায় তদন্ত করেছে সিবিআই ৷ আবগারি নীতি 2021-22 এ বেআইনি লেনদেনের এই মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে আজ সিবিআই দফতরে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য ৷ আগেও এই একই মামলায় সিসোদিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই ৷ তিন মাস আগে আবগারি মামলায় চার্জশিট ফাইল করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ চার্জশিটে মণীশ সিসোদিয়াকে অভিযুক্তের তালিকায় রাখেননি তদন্তকারীরা ৷