নয়াদিল্লি, 29 অগস্ট : সিবিআই (CBI) আধিকারিকরা তাঁর ব্য়াংক লকার খতিয়ে দেখতে আসবেন আগামিকাল, মঙ্গলবার ৷ সোমবার এমনই দাবি করেছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Delhi Deputy CM Manish Sisodia) ৷ তাঁর আরও দাবি, সিবিআই যতই তদন্ত করুক, সেখানে কিছুই পাওয়া যাবে না ৷
দিল্লির আবগারি নীতি (Delhi Excise Policy) লাগু করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে 15 জনের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই ৷ তার পর শুরু হয়েছে তদন্ত ৷ অভিযুক্ত 15 জনের তালিকায় নাম রয়েছে আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷
এই মামলার তদন্তে গত 19 অগস্ট 31টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই ৷ সেদিন তল্লাশি চালানো হয় মণীশ সিসোদিয়ার বাড়িতেও ৷ তার পর থেকে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন আপের এই নেতা ৷ তাঁর দাবি, বিজেপির কথা মতো আপ ভেঙে তিনি গেরুয়া শিবিরে যোগ দেননি বলেই তাঁকে হেনস্তা করা হচ্ছে ৷