নয়াদিল্লি, 16 মে : করোনায় মারা গিয়েছেন ৷ কিন্তু সরকারি হিসেবে দেখা যাচ্ছে না ৷ ফের একবার করোনায় মৃত্যু চাপা দেওয়ার অভিযোগ ৷ উত্তরপ্রদেশ, গুজরাতের পর এবার দিল্লিতে ৷ শেষ 24 দিনে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে এমন সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বেমালুম ভুলে গিয়েছে সেখানকার প্রশাসন ৷
18 এপ্রিল থেকে শুরু করে 11 মে ৷ এই 24 দিনের মধ্যে করোনায় মৃতদের যতগুলি দেহ সৎকার করা হয়েছে এবং যতজনের মৃত্যু সরকারি হিসেবে দেখানো হচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক ৷ 4 হাজার 783 জন বাদ পড়েছেন সরকারি হিসেব থেকে ৷