পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rujira Banerjee Warrant : অভিষেকের স্ত্রী রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারির পরোয়ানার নির্দেশ দিল্লি কোর্টের - রুজিরা বন্দ্যোপাধ্যায়

ইডির ডাক এড়িয়ে গিয়েছেন একাধিকবার ৷ তাই ইডি এবার আদালতের শরণাপন্ন হল ৷ দিল্লির একটি আদালত রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দিয়েছে (Rujira Banerjee Warrant) ৷

Rujira Banerjee avoided ED Summon
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধ জামিনযোগ্য পরোয়ানা

By

Published : May 7, 2022, 12:48 PM IST

Updated : May 7, 2022, 3:02 PM IST

নয়াদিল্লি, 7 মে : অর্থ তছরূপের অভিযোগে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির একটি কোর্ট ৷ রাজ্যে কয়লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ৷ তিনি বারেবারে সেই হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷ তাই শনিবার সকালে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট রুজিরার বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে (Delhi court on Saturday issued bailable warrant against TMC MP Abhishek Banerjee's wife Rujira Banerjee) ৷ মনে করা হচ্ছে, এই নির্দেশের পরে তাঁকে গ্রেফতারিতে আর বাধা রইল না ৷

প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সরবরিয়া ইডি-র আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেন ৷ তদন্তকারী সংস্থার পক্ষে বিশেষ সরকারি আইনজীবী নীতেশ রানা (special public prosecutor Nitesh Rana) আদালতে জানান, অভিযুক্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় আদালতেও হাজিরা দিচ্ছেন না ৷ তদন্তকারী সংস্থা একাধিবার সমন পাঠালেও তাতে তিনি সংস্থার অফিসে আসছেন না ৷ পরবর্তী শুনানির তারিখ 20 অগস্ট ধার্য করেছে আদালত ৷

আরও পড়ুন : ED Questioning Abhishek : সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, কয়লাকাণ্ডে আবারও ম্যারাথন জেরার মুখে অভিষেক

2020-র নভেম্বর মাসে সিবিআই কয়েক কোটি টাকার কয়লা পাচারের অভিযোগে এফআইআর দায়ের করে ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড-এর বিরুদ্ধে ৷ আসানসোলের কুনুস্তোরিয়া এবং কাজোরা অঞ্চলে এই কোম্পানির বহু খনি রয়েছে ৷ এর তদন্তে নামে ইডি ৷ তারা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্য়াক্ট-এর আওতায় মামলা দায়ের করে ৷ স্থানীয় কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা এই কাণ্ডের প্রধান অভিযুক্ত ৷ পরে ইডি দাবি করে যে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরার কাছে এই কয়লা পাচারের অর্থ পৌঁছেছে ৷ যদিও তৃণমূল নেতা এই অভিযোগ অস্বীকার করেন ৷

গত মাসে 21 মার্চ ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ED Questioning TMC Leader Abhishek Banerjee in Coal Scam Case) । ইডির দফতরে যাওয়ার আগে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার দিনের শুরুতেই দিল্লিতে ইডির তলবের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা । কিন্তু তাঁদের সেই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court Rejects Abhishek Banerjee's Plea on Coal Scam Case) ।

সুপ্রিম কোর্টে করা আবেদনে তৃণমূল সাংসদ জানিয়েছিলেন যে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নয়, কলকাতায় ইডির দফতরে ডাকা হোক তাঁদের । আগেই এই একই আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক । কিন্তু তা খারিজ হওয়ার পরই ফের অভিষেককে নোটিস পাঠায় ইডি (Enforcement Directorate) ।

আরও পড়ুন : Coal Smuggling Case : বিনয় মিশ্রকে দেশে ফেরাতে এবার একাধিক পদক্ষেপ সিবিআইয়ের

Last Updated : May 7, 2022, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details